|
|
|
|
|
সেমিফাইনালের আগেই
শুরু সিন্ধু বনাম বাউন
নিজস্ব প্রতিবেদন |
|
আইবিএল সেমিফাইনালে আওয়াধি ওয়ারিয়র্স বনাম মুম্বই মাস্টার্সের লড়াই শুরুর ২৪ ঘণ্টা আগেই শুরু হয়ে গেল অন্য ‘ম্যাচ’। যে ‘ম্যাচে’ যুযুধান দুই প্রতিদ্বন্দ্বীর নাম টাইন বাউন এবং পিভি সিন্ধু।
গ্রুপ লিগে এই সিন্ধুর কাছেই হার মানতে হয়েছিল তিন বারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন টাইন বাউনকে। বৃহস্পতিবার আবার দু’জনকে দেখা যেতে পারে সেমিফাইনালের লড়াইয়ে। তার আগে বাউন এ দিন হঠাৎ করে এক বিতর্ক উস্কে দিলেন। অভিযোগ করলেন, আইবিএলে ব্যবহৃত শাটলগুলোই তাঁর খারাপ খেলার পিছনে অন্যতম কারণ। “এই শাটলগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। সেই জন্যই আমার শটগুলো বারবার বাইরে চলে যাচ্ছে,” বলেছেন বাউন। যার জবাবে সিন্ধু এ দিন পাল্টা বলেছেন, “হ্যাঁ, এই শাটলের গতি যে বেশি, এটা ঠিকই। কিন্তু এর সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া উচিত। সবাইকেই তো এই শাটলেই খেলতে হচ্ছে।” |
|
|
এই শাটলগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। সেই
জন্যই আমার শটগুলো বারবার বাইরে চলে যাচ্ছে।
টাইন বাউন |
এর সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া উচিত।
সবাইকে তো এই শাটলেই খেলত হচ্ছে।
পিভি সিন্ধু |
|
ঘটনা হল, ব্যাডমিন্টনের আন্তর্জাতিক সার্কিটে যে ধরনের শাটল ব্যবহার করা হয়, আইবিএলে সেই শাটলে খেলা হচ্ছে না। এখানে ইওনেক্স এএস-৫০-এর জায়গায় এএস-৪০-এ খেলা হচ্ছে। এতেই আপত্তি বাউনের। কোর্টে তাঁকে অনেক স্লো দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বাউনের বক্তব্য, শাটলের বাড়তি গতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলেই এই সমস্যা।
টুর্নামেন্টের চিফ রেফারি গিরিশ নাটু-ও শাটল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর মন্তব্য, “খেলা শুরু হওয়ার পর সমস্যাটা বোঝা যায়। ‘টিপিং’ করে শাটলের গতি কমানোর চেষ্টা হয়েছে। কিন্তু টুর্নামেন্টের মাঝখানে তো আর শাটল বদলানো সম্ভব না।”
সিন্ধু আবার পাশে পেয়ে গিয়েছেন পুণে পিস্টনসের আইকন প্লেয়ার অশ্বিনী পোনাপ্পাকে। তিনি বলেছেন, “কথাটা ভুল নয়। তবে এখন অভিযোগ করার মানে কী? সবাইকেই তো এই শাটলে খেলতে হচ্ছে।” |
|
|
|
|
|