সপরিবার প্রহৃত নেতা, নালিশ গোঘাটের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
বুধবার বিকেলে গোঘাটের বদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এক সিপিএম কর্মী এবং তাঁর স্ত্রী, দুই মেয়েকে মারধোরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সূত্রের খবর, বিজয় মিছিল সেরে ফিরছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বেলা ৪টা নাগাদ বাস থেকে নামছিলেন কোকন্দ গ্রামের সিপিএম কর্মী সানোয়ার খান, তাঁর স্ত্রী মমতা বেগম এবং তাঁদের দুই মেয়ে। সানোয়ারের অভিযোগ, আরামবাগ থেকে বাড়ি ফেরার পথে বিনা প্ররোচনায় মারতে শুরু করে তৃণমূলের কয়েক জন। স্ত্রী, দুই মেয়ে বাধা দিতে গেলে তাদেরও মারধোর করা হয়। গ্রামের মানুষ খবর পেয়ে দৌড়ে এলে হামলাকারীরা পালায়। তৃণমূল নেতা শেখ ফরিদ অবশ্য বলেন, “আমাদের দলের কেউ হামলা করেনি। স্থানীয় দুষ্কৃতীরা ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
|
টানা বৃষ্টিতে ফের নাজেহাল হাওড়ার মানুষ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বাগনান শহর। একই পরিস্থিতি উলুবেড়িয়া, আমতা-সহ জেলার বিভিন্ন এলাকায়। বাগনানের এনডি ব্লক, বেড়াবেড়িয়া, মুরালিবাড়-এই সমস্ত এলাকায় রাস্তাঘাট ডুবে যায়। বেশিরভাগ জায়গায় জল উঠে যায় বাড়ির একতলাতেও। বাগনান বাসস্ট্যান্ডে একহাঁটু জল দাঁড়িয়ে যায়। একই অবস্থা হয় বাগনান গ্রামীণ হাসপাতালেও। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শহরের নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই শহরে বৃষ্টির জমা জল বিভিন্ন নিকাশি খালের মাধ্যমে দামোদরে পড়ার কথা। কিন্তু দিনের পর দিন আবর্জনা পড়ে এই খালগুলি বন্ধ হয়ে গিয়েছে। বাগনান ১ ব্লক প্রশাসন সূত্রের খবর, ১০০ দিনের কাজের প্রকল্পে খালোর পঞ্চায়েতের মাধ্যমে ৬৮ লক্ষ টাকার স্কিম করা হয়েছিল নিকাশি খাল সংস্কারের জন্য। কিন্তু এই প্রকল্পে কাজ করার জন্য শ্রমিক পাওয়া যায়নি। উলুবেড়িয়া, আমতার বাসিন্দাদেরও অভিযোগ নিকাশি নিয়েই। টানা বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে দামোদরে। ডিভিসি জল ছাড়লে আমতা-২ ও উদয়নারায়ণপুর প্লাবিত হতে পারে। আগাম সতর্ক হাওড়া জেলা প্রশাসন। জেলাশাসক শুভঞ্জন দাস বলেন, “ওই দু’টি ব্লকের কোন এলাকায় বিপদ হতে পারে, সেগুলিকে চিহ্নিত করে ত্রাণসামগ্রী মজুত করার জন্য মহকুমাশাসককে বলা হয়েছে।’’
পুরনো খবর: জল না সরতেই ফের বৃষ্টি, নাকাল হাওড়ার বাসিন্দারা
|
মাতলার চর থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে ক্যানিংয়ে মাতলা নদীর চরে বছর চল্লিশের ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বাসন্তী থানায় খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে, এ দিনই সন্ধ্যায় ক্যানিং হাসপাতালের কর্মী আবাসন থেকে শঙ্করী সর্দার (৪২) নামে এক গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আরামবাগে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বাড়িতে পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক জনের। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার রাজমা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পরে সুনীত সরকার (৪৩) নামে ওই ব্যক্তিকে আরামবাগ মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানকার চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে জানান। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার তুলসিবেড়িয়া মোড়ের কাছে। একটি ম্যাটাডোর বাগনানের দিকে যাওয়ার পথে ডিভাইডার টপকে অন্য লেনে ঢুকে উল্টায়। মারা যান গাড়ির খালাসি।
|
মঙ্গলবার রাতে হুগলি জেলার গোঘাটের শ্রীপুরে চারটি মন্দিরে তালা ভেঙ্গে চুরি হয়েছে গয়না-বাসনপত্র। বুধবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।
|
বুধবার আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলে খাটগ্রাম মনসামাতা ক্লাব ৩-০ গোলে রাগপুর সবুজ সঙ্ঘকে পরাজিত করে। গোল করেন ভৈরব মুর্মু, দীনবন্ধু মুদি ও গুণধর মুর্মু। |