নলকূপ খারাপ, পানীয় জলের সমস্যা উলুবেড়িয়ার দুই স্কুলে |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে স্কুলের নলকূপ। ফলে পানীয় জলের সমস্যায় পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। সমস্যা হচ্ছে মিড-ডে-মিল রান্নার। ছাত্রছাত্রীদের বই খাতার সঙ্গে বয়ে আনতে হচ্ছে জল। শৌচাগার ব্যবহার করার জন্য এবং রান্নার জন্য অনেক দূর থেকে বালতি করে জল আনতে হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদেরই। এমনই হাল উলুবেড়িয়া ১ ব্লকের কাজিয়াখালি প্রাথমিক বিদ্যালয় এবং ২ ব্লকের আঁধারমাণিক প্রাথমিক বিদ্যালয়ের।
কাজিয়াখালি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৯০ জন। শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে আরও ৩ জন। বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে স্থানীয় মানুষের কোনও অভিযোগ নেই। সমস্যা শুধু পানীয় জল নিয়ে। মাসখানেকের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে আছে স্কুলের নলকূপ। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিদিব রঞ্জন শী বলেন, “বিডিও, স্কুল শিক্ষা পরিদর্শক এবং বিধায়ক-সহ সর্বস্তরে সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। অনেক দূর থেকে জল আনতে হচ্ছে বলে রাঁধুনিও আর কাজ করতে চাইছে না। অভিভাবকদের সঙ্গে সভা করে আপাতত মিড-ডে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।” তবে মিড-ডে মিলের চাল তাঁরা ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে দেবেন বলে জানিয়েছেন। উলুবেড়িয়া ১ ব্লকের মিড-ডে মিলের ভারপ্রাপ্ত আধিকারিক নেপাল সাঁতরা বলেন, “এখনও পর্যন্ত পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন না হওয়ায় নলকূপ সারানো যায়নি। বোর্ড গঠন হলেই দায়িত্ব নিয়ে নলকূপ সারানোর ব্যবস্থা করব।”
একই অবস্থা আঁধারমানিক প্রাথমিক বিদ্যালয়েও। এখানে ৮৬ জন পড়ুয়া। শিক্ষক দু’জন। মাস পাঁচেক আগে খারাপ হয়ে যায় নলকূপটি।
প্রধান শিক্ষক অলোক মান্না এ বিষয়ে বলেন, “বার বার ব্লকে চিঠি লিখেও কোনও লাভ হয়নি। প্রচণ্ড গরমেও ছাত্রছাত্রীরা জল পায়নি। ছাত্রছাত্রীদের জল খাওয়ার জন্য অনেক দূরে ছাড়তে হয়। সেটা যথেষ্ট চিন্তার কারণ। তবে আমরা কষ্ট করে দূর থেকে জল এনেও মিড-ডে মিল চালিয়ে যাচ্ছি।” উলুবেড়িয়া ২ বিডিও সঞ্জু গুহ মজুমদার বলেন, “বিষয়টি আমি সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি, শীঘ্রই নলকূপ মেরামত করার ব্যবস্থা নেওয়া হবে।” |