টুকরো খবর |
আক্রান্ত আজসু, বিজেপি
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জসিডিতে গণপিটুনিতে আজসু নেতার মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যেই ফের ওই দলেরই এক নেতা আক্রান্ত হলেন সিমডেগায়। গত কাল সন্ধ্যায় সিমডেগায় সন্তোষ গুপ্ত (২৬) নামে স্থানীয় এক আজসু নেতাকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুই দুষ্কৃতী। রাঁচির একটি বেসরকারি হাসপাতালে তিনি আপাতত চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় ওই আজসু নেতা নিজের বাড়ির ভিতর থেকে মোটরবাইক বের করছিলেন। সেই সময় পিছন থেকে গুলি চালায় দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ফেরার। কেন ওই নেতার ওপরে দুষ্কৃতীরা হামলা করল তার তদন্ত হচ্ছে। আজসু মুখপাত্র দেবশরণ ভগত জানান, সন্তোষ গত ছ’বছর দলের সঙ্গে যুক্ত। তিনি সিমডেগার কৃষক শাখার নেতা। মঙ্গলবার ভোরে জসিডিতে গণপ্রহারে মারা যান এক আজসু নেতা। এ দিকে, আজ সকালে জামশেদপুরের মানগোর বালিগুমা বস্তিতে, স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। রাজেশ সিংহ নামে ওই নেতা বিজেপি-র মানগো শাখার সভাপতি। পুলিশ জানায়, সাঙ্কি সিংহ নামে জনৈক যুবক গুলি চালিয়েছে। তার সঙ্গে আরও দু-একজন ছিল। গুলির আওয়াজে আশপাশের লোকজন ওই যুবককে ধরেও ফেলেন। কিন্তু ধস্তাধস্তির সময় তার রিভলবার থেকে গুলি ছিটকে যায়। যার জেরে এক মহিলা জখম হন। সেই সুযোগে পালিয়ে যায় দুষ্কৃতীরা। |
পুরনো খবর: দেওঘরে গণপিটুনিতে মৃত্যু আজসু নেতার, প্রতিবাদে বন্ধ |
সেনাবাহিনীর তথ্যচিত্রে ভাষ্য বচ্চনের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সেনাবাহিনীর ডাকে সাড়া দিলেন অমিতাভ বচ্চন। মাত্র কয়েক মাস আগের ঘটনা। হড়পা বান এবং ধসে বিধ্বস্ত কেদার-বদ্রীতে আটকে পড়া পযর্টকদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সেনাবাহিনীর জওয়ানেরা। উদ্ধারের কাজে গিয়ে চপার দুর্ঘটনায় নিহত হন ১৫ জন জওয়ানও। তাঁদের সম্মান জানাতেই ২৪ মিনিটের একটি তথ্যচিত্র তৈরি করেছে আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ)। আগামী ৩০ অগস্ট এই তথ্যচিত্রটি মুক্তি পাবে। সেই অনুষ্ঠানে থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এই তথ্যচিত্রটির নেপথ্যে ভাষ্য দিয়েছেন অমিতাভ বচ্চন। বিশেষ সূত্রে পাওয়া খবর, ওই তথ্যচিত্রে সেনাদের কী কী প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়, কী ভাবে তাঁরা সে সবের মোকাবিলা করেন, এ সবই বিশদে শোনা যাবে অমিতাভের গলায়। দেখানো হবে, কী ভাবে এ সব কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় জওয়ানদের। ‘হিমবীর’ নামের এই তথ্যচিত্রে নেপথ্যে ভাষ্য দেওয়ার জন্য অমিতাভকে আবেদন করার সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়ে যান বলেও আইটিবিপি সূত্রের খবর। |
অপহৃত উদ্ধারে অনশন শুরু
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
আটদিন পরও অপহৃত শিক্ষক সরিফুদ্দিন বরভুইয়ার খোঁজ না-পাওয়ার প্রতিবাদে আমরণ অনশন শুরু হল হাইলাকান্দিতে। আজ সকাল ১০টা থেকে জামিরা পুলিশ ফাঁড়ির সামনে অনশনে বসেন তিনটি সংগঠনের ৩৫ জন সদস্য। আন্দোলনে সামিল হয়েছে ‘কৃষক মুক্তি সংগ্রাম সমিতি’, ‘প্রোগ্রেসিভ স্টুডেন্টস ইয়ুথ ফ্রন্ট’ এবং ‘জনজাগরণ মঞ্চ’-এর সদস্যেরা। সরকারি কর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেও কোনও সমাধানসূত্র বের হয়নি। সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর জানিয়েছেন, জেলাশাসক এবং পুলিশ সুপার ছাড়া কারও সঙ্গে তাঁরা আলোচনা করবেন না। অপহৃতকে উদ্ধারের পাশাপাশি ফের কোনও অপহরণ রুখতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। হাইলাকান্দির একটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরিফুদ্দিনকে ২০ অগস্ট অপহরণ করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, রিয়াং জঙ্গিরা এই ঘটনায় জড়িত। |
স্ত্রীকে খুনের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
স্ত্রী, শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাধন শর্মা। বাড়ি মণিপুরের জিরিবামের নারায়ণপুরে। পুলিশ জানিয়েছে, গত রাতে শ্বশুরবাড়িতে গিয়েছিল সাধন। তখনই কোনও কারণে তাঁর সঙ্গে স্ত্রী’র সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, আচমকা তরোয়াল বের করে স্ত্রী’র গলায় কোপ মারে সাধন। বাধা দিতে গিয়ে জখম হন তার শাশুড়িও। এরপরই পালায় সাধন। দুই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
দু’টি বহুতল ভেঙে মৃত ১১ |
|
ধ্বংসস্তূপ থেকে চলছে উদ্ধারের কাজ। বুধবার বডোদরায়। ছবি: এএফপি। |
মাত্র ১১ বছর আগে চারতলা বহুতল দু’টি তৈরি হয়েছিল। স্থানীয়দের দাবি, বহুতল দু’টির উদ্বোধন করেছিলেন স্বয়ং গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ ভেঙে পড়ল মাধবনগরের সেই বহুতল দু’টি। মারা গেলেন তিন মহিলা, ১৩ বছরের এক কিশোর এবং ছ’মাসের এক শিশুপুত্র-সহ ১১ জন। বহুতল দু’টি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসন, সেনা এবং এনডিআরএফ-এর উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের তলা থেকে ৮ জনকে উদ্ধার করেছে তারা। প্রায় ৪০ জন এখনও আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় লোকেদের অভিযোগ, নিম্নমানের কাঁচামাল দিয়ে বহুতল দু’টি বানানো হয়েছিল। তাই মাত্র ১১ বছরের মধ্যেই ভেঙে পড়ল। একই অভিযোগ করেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্বও। ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। |
ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে ধৃত শিক্ষক |
ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল স্কুলশিক্ষককে। অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার লিকাবালি থানা এলাকার ঘটনা। পুলিশ জানায়, কয়েক দিন আগে ওই আবাসিক স্কুলের কয়েক জন ছাত্রীর অভিভাবক অভিযোগ করেন, ছাত্রাবাসে ৪ থেকে ১৩ বছরের ছাত্রীদের যৌন নির্যাতন করা হয়েছে। পুলিশ জানায়, কয়েক বছর ধরে বিপিন বিশ্বন নামে এক শিক্ষক ওই কাণ্ড করছিলেন। তিনিই ছাত্রাবাসের ওয়ার্ডেন। তদন্তকারীদের বক্তব্য, শ্লীলতাহানির পাশাপাশি কয়েকজন ছাত্রীকে ধর্ষণও করা হয়। একই অভিযোগে বিপিন-সহ স্কুলের আরও দুই কর্মীকে গ্রেফতার করা হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে কয়েকটি ছাত্র সংগঠন। |
আগাম জামিন ওম পুরীর |
স্ত্রীকে নির্যাতনের মামলায় আগাম জামিন পেলেন অভিনেতা ওম পুরী। ২২ অগস্ট ওম পুরীর স্ত্রী নন্দিতা অভিযোগ করেছিলেন, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ নিয়ে গণ্ডগোলের সময় তাঁকে মারধর করেন তাঁর স্বামী। এই ঘটনা থানায় জানালে ৩০৪, ৫০৪ ও ৫০৬ ধারায় ওম পুরীর বিরুদ্ধে অভিযোগ আনে পুলিশ। যদিও বুধবার মুম্বইয়ের এক দায়রা আদালত এই অভিনেতার আগাম জামিন মঞ্জুর করল। ফলে শুক্রবারের আগে তাঁকে গ্রেফতার করা যাবে না। যদিও ওম পুরী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। উল্টে তাঁর দাবি, দামী ফোন হাতানোর জন্যই এই চক্রান্ত করেছেন স্ত্রী নন্দিতা। |
প্রতিবাদের রং |
|
ছবি: চন্দন পাল। |
রাজ্য সরকার জমি দিয়ে দিয়েছে। যোজনা কমিশনের সম্মতিও মিলেছে। তা সত্ত্বেও ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স (আইএসএম) আইআইটি-র স্বীকৃতি না-পাওয়ায় কালো গেঞ্জি পরে পথ অবরোধ করলেন ওই কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার রণধীর বর্মা চকে তাঁদের শান্তিপূর্ণ অবস্থানে যান চলাচল ব্যাহত হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, আইআইটি হবে বলে রাজ্য সরকার ইতিমধ্যেই ১৭৫ একর জমি আইএসএম-কে দিয়েছে। যোজনা কমিশনও তাদের সম্মতির কথা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও কাজ কিছুই এগোয়নি। |
নিগৃহীতা অভিনেত্রী |
নিজের ব্যাগ চুরি রুখতে গিয়ে রাস্তায় নিগৃহীতা হলেন এক অভিনেত্রী। বুধবার হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ ওই অভিনেত্রীর ব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করে এক দুষ্কৃতী। তিনিও ওই দুষ্কৃতীকে ধাওয়া করেন। কিছু পরেই ওই দুষ্কৃতীর আরও শাগরেদ চলে আসে। তিন জন মিলে রাস্তায় মারধর করে ওই অভিনেত্রীকে। পথচারীরা দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলেও সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ। ওই রাস্তার কাছেই কর্তব্যরত পুলিশকর্মীরা এসে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। অন্য জন পলাতক। |
ডান্স বারে গ্রেফতার |
বেআইনি ডান্স বারে অতর্কিতে হানা দিয়ে মঙ্গলবার রাতে ছ’জন মহিলা এবং ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছিল গোয়া পুলিশ। ধৃতদের মধ্যে তিন জন সপা নেতা। গোয়ার এই ঘটনার পরই সপা ও বিজেপি-র সমালোচনা করেছে বুধবার রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র বলেন, পানজিম হল মুখ্যমন্ত্রী মনোহর পানিক্করের নির্বাচনী এলাকা। স্বাধীনতা দিবসে তিনি বলেছিলেন রাজ্যে কোনও ডান্স বার থাকবে না। কিন্তু তাঁর এলাকার এই ঘটনা প্রমাণ করে বিজেপি মুখে বলে এক, করে আর এক। |
জখম ব্যবসায়ী |
দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক ব্যবসায়ী। গত রাতে ঘটনাটি ঘটেছে উদালগুড়িতে। পুলিশ সূত্রের খবর, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গুণিন দাস নামে ওই ব্যবসায়ী। তখন তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
ব্রহ্মপুত্রে নিখোঁজ |
নৌকা উল্টে নিখোঁজ হলেন তিন যাত্রী। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়ে। পুলিশ জানায়, আজ সকালে চাবুয়ার রৌমারিয়ায় ব্রহ্মপুত্রে যাত্রী-বোঝাই একটি নৌকা উল্টে যায়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা অন্য নৌকার মাঝি ও স্থানীয় বাসিন্দারা কয়েকজন যাত্রীকে উদ্ধার করলেও তিনজনের সন্ধান
পাওয়া যায়নি। |
মৃত বেড়ে ১৪ |
হিন্দুস্থান পেট্রোলিয়ামের শোধনাগার চত্বরে অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। হাসপাতালে ভর্তি ২৩ জন। আশঙ্কাজনক আরও ৮ জনকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। ২৩ অগস্ট আগুন লাগে শোধনাগারটিতে। মারা যান ১২ জন। আজ হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়। |
|