|
|
|
|
|
|
টুকরো খবর |
|
গাড়ি বিমায় সুবিধা |
সাধারণ গাড়ি বিমার সঙ্গেই নতুন কিছু সুবিধা আনল ভারতী এএক্সএ জেনারেল ইনশিওরেন্স। শুধুমাত্র গাড়ি নয়, বরং যাত্রী সুরক্ষার কথাও এ ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে বলে দাবি সংস্থার। পাশাপাশি বৃষ্টিতে গাড়ির কোনও ক্ষতি হলে মিলবে বিমার সুবিধা। ইঞ্জিনে জল ঢুকলে যেমন বিমা পাওয়া যাবে, তেমনই গাড়ির ক্ষুদ্র যন্ত্রাংশ (নাট-বোল্ট, ওয়াশার, স্ক্রু ইত্যাদি)-এর উপরও বিমার সুযোগ নিতে পারবেন গ্রাহক। দুর্ঘটনার ক্ষেত্রে অ্যাম্বুল্যান্স-সহ যাত্রীদের চিকিৎসা খরচ বহন করা হবে বলেও তাদের দাবি। এ ছাড়াও রয়েছে আরও সুবিধা।
|
টাকা লেনদেনে ব্যবস্থা |
বিদেশ থেকে টাকা পাঠানো এবং দেশে সেই টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন প্রিপেড কার্ড এনেছে স্টেট ব্যাঙ্ক। এ জন্য তারা জোট বেঁধেছে এসপ্রেস মানি ট্রান্সফার সংস্থা এবং ইউএই এক্সচেঞ্জ অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস-এর সঙ্গে। এই কার্ডটির মাধ্যমে এক্সপ্রেস মানি-র গ্রাহকরা বিদেশ থেকে টাকা পাঠাতে এবং দেশে এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারবেন। কার্ডটি ব্যবহার করা যাবে ইন্টারনেটে বিভিন্ন কেনাকাটার জন্যও। রিজার্ভ ব্যাঙ্কের মানি ট্রান্টফার সার্ভিস স্কিমের আওতায় এই কার্ডটি চালু করেছে এসবিআই। জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ৩০ বার এই কার্ডটিতে টাকা ভরা যাবে। এক বারে যার সর্বোচ্চ পরিমাণ ৫০ হাজার টাকা। আর গ্রাহক প্রতি দিন ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। প্রাথমিক ভাবে শুধুমাত্র কেরলে এই সুবিধা চালু হলেও, আগামী দিনে অন্যান্য রাজ্যেও এই ব্যবস্থা চালু করবে তারা।
|
বিদেশে শাখা ব্যাঙ্কের |
ব্রিটেনে নয়া শাখা চালু করল অ্যাক্সিস ব্যাঙ্ক। সম্প্রতি ‘অ্যাক্সিস ব্যাঙ্ক ইউকে’ শাখা চালুর জন্য সেখানের নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেয়েছে তারা। ফলে এখন থেকে ব্রিটেনে আমানত, ঋণ ইত্যাদি পরিষেবা দেওয়া ছাড়া লগ্নিও করতে পারবে ব্যাঙ্কটি। এ জন্য লন্ডনের কিং স্ট্রিটে নতুন দফতরও চালু করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। |
|
|
|
|
|