আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবল প্রতিযোগিতায় সোমবার ‘এ’ গ্রুপের প্রথম খেলায় গত বারের বিজয়ী আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব ১-০ গোলে হারিয়ে দিল গত বারের রানার্স নেতাজি সুভাষ সঙ্ঘকে। একমাত্র গোলটি করেন লক্ষ্মী মাণ্ডি। খেলাটি হয় আরামবাগের জুবিলি পার্ক মাঠে। মঙ্গলবারে ‘বি’ গ্রুপে চাঁদপুর উদীয়মান কিশোর সঙ্ঘ এবং গোঘাটের কালীমাতা ফুটবল ক্লাবের খেলাটি গোলশূন্য হয়। অন্য দিকে, সোমবার গোঘাটের কামারপুকুর বিবেকানন্দ যুবক সঙ্ঘ আয়োজিত ৩৬ তম আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় আনুড় হাইস্কুল ৪-০ গোলে হারায় গড় মান্দারণ হাইস্কুলকে। দু’টি করে গোল করে লালমোহন হেমব্রম এবং মৃত্যুঞ্জয় ধাড়া। খেলাটি হয় কামারপুকুর লাহাবাজার মাঠে। মঙ্গলবার তাজপুর উচ্চ বিদ্যালয় ৫-১ গোলে হারায় বেঙ্গাই উচ্চ বিদ্যালয়কে। বিজয়ীদের পক্ষে গণেশ মাণ্ডি এবং সঞ্জয় সাঁতরা দু’টি করে এবং কার্তিক মুর্মু একটি গোল করে। বেঙ্গাই উচ্চ বিদ্যালয়ের হয়ে একমাত্র গোলটি করে সুভাষ মুদি।
|
লরির সঙ্গে একটি বাসের সংঘর্ষে জখম হলেন ২৩ জন যাত্রী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে মুম্বই রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (সিএসটিসি)-র বাসটি মুম্বই রোড ধরে হলদিয়া থেকে কলকাতায় আসছিল। দুর্ঘটনাটি ঘটে সকাল ন’টা নাগাদ। ওই সময় বীরশিবপুরে একটি কয়লা বোঝাই ট্রাক আচমকা ‘লেন’ পাল্টায়। অন্য ‘লেন’ ধরে আসা বাসটি সরাসরি ট্রাকে ধাক্কা মারে। ট্রাকটি রাস্তাতেই উল্টে যায়। বাসের আহত যাত্রীরা চিৎকার শুরু করেন। স্থানীয় একটি পেট্রোল পাম্পের কর্মীরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে উদ্ধারকাজে হাত লাগান। আসে পুলিশও। ২০ জনকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে আট জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তিন জনকে ভর্তি করানো হয় উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে। আহতেরা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পরেই বাস এবং ট্রাকের চালক পালিয়ে যান। |