টুকরো খবর
বিয়ের ফাঁদে প্রতারণা, ধৃত বাঙুরের বধূ
সংবাদপত্রে বিয়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। শেষ পর্যন্ত নিজেই সেই ফাঁদে পড়ে গেলেন বাঙুরের এক মহিলা। গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ জানায়, ধৃতের নাম রুচি গুপ্ত। বিয়ের নাম করে প্রতারণা এবং টাকা-গয়না আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশি সূত্রের খবর, নিজের জন্য পাত্র চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন রুচি। তা দেখেই রোহিত সুরেখা নামে হাওড়ার মালিপাঁচঘরার এক যুবক তাঁর সঙ্গে যোগাযোগ করেন। রুচি তাঁকে জানান, বিয়ের আগে পরস্পরকে জেনেবুঝে নেওয়ার জন্য বন্ধু হিসেবে কিছু দিন মেলামেশা করতে চান তিনি। মেলামেশার সুযোগেই গয়নাগাঁটি-সহ নানা মূল্যবান জিনিস কেনার জন্য রুচি ওই যুবকের কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। রুচির কিছু কথায় খটকা লাগে রোহিতের। রুচির মানিব্যাগে বাচ্চার ছবি দেখে তাঁর সন্দেহ বাড়ে। রুচি জানান, ওটি তাঁর দাদার ছেলে। কিন্তু রোহিতের খটকা থেকেই যায়। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, রুচি বিবাহিত। তাঁর স্বামী ও ছেলে আছেন। মালিপাঁচঘরা থানায় অভিযোগ করেন রোহিত। লেক টাউন থানার সহযোগিতায় সোমবার রুচির বাঙুরের বাড়িতে হানা দেয় মালিপাঁচঘরা থানার পুলিশ। গ্রেফতার করা হয় রুচিকে। তদন্তে পুলিশ জেনেছে, আগেও একই ভাবে বেশ কয়েক জনের সঙ্গে প্রতারণা করেছেন রুচি। এই দুষ্কর্মে তাঁর স্বামীও জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

শ্লীলতাহানি
জয়পুরিয়া কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সেখানকার দুই প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম ধীরাজ সোনকার ও ধীমান সরকার। দু’জনেই তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য। ধীরাজ এক সময়ে ওই কলেজে টিএমসিপি-র সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার কলেজের ক্যান্টিনে খাওয়াদাওয়ার সময়েই ধীরাজ ও ধীমান বিএ তৃতীয় বর্ষের এক ছাত্রীকে কটূক্তি এবং তাঁর ওড়না ধরে টানাটানি করেন বলে অভিযোগ। এক ছাত্র তার প্রতিবাদ করতে এগিয়ে যাওয়ায় তাঁকে মারধর করা হয়। তার পরেই ওই ছাত্রী শ্যামপুকুর থানায় ধীরাজ ও ধীমানের বিরুদ্ধে কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।

গঙ্গায় নিখোঁজ দুই
বাগবাজার ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে মঙ্গলবার তলিয়ে গেল দুই ছাত্র। পুলিশ জানায়, রাজা বন্দ্যোপাধ্যায় (১৭) ও সুবোধ পাইক (১৩) নামে ওই দু’জনের বাড়ি বারাসতে। রাত পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি। পূজা মাল্য নামে তলিয়ে যাওয়া এক ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। সে আর জি করে ভর্তি। এ দিনই হাওড়ার গোলাবাড়ি সিপিটি ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ হয় নিশা কুমারী (১১) নামে এক ছাত্রী। রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি। এ দিকে, ব্যারাকপুরের মণিরামপুরে পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল সুজয় স্বর্ণকার (১১) এবং দীপ মুখোপাধ্যায় (১১) নামে দুই কিশোরের।

ক্যামেরা ধরাল চোর
দোতলা আবাসনের পাইপ বেয়ে ছাদ দিয়ে ঘরে ঢোকে দুই দুষ্কৃতী। চুরির পরে ফ্রিজ খুলে বসে ফলাহারও করে। তার পর পাইপ বেয়ে চম্পট দেয়। কিন্তু জানতে পারেনি তাদের কার্যকলাপ ধরা পড়েছে বাড়ির সিসি ক্যামেরায়। তার সূত্র ধরে এক জন গ্রেফতার হল। ধৃতের নাম অমর মল্লিক। তার কাছে মিলেছে চুরি যাওয়া এলসিডি টিভি। অপর দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, ২১ তারিখ মধ্যরাতে বেনিয়াপুকুর থানা এলাকার ওরিয়েন্ট রোডে মহমেডান স্পোর্টিং ক্লাবের জেনারেল সেক্রেটারি জামিল মঞ্জরের বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.