সেনসেক্স পড়ল ৫৯০ অঙ্ক, শহরে সোনা ৩৩ হাজারে
সংবাদসংস্থা • মুম্বই |
ভর্তুকিতে খাদ্যশস্য বিলি করতে ১.৩৫ লক্ষ কোটি টাকার বাড়তি বোঝা ইতিমধ্যেই বিপদসীমা ছোঁয়া রাজকোষ ঘাটতিকে আরও বাড়াবে। খাদ্য নিরাপত্তা বিল পাশ হওয়ায় এই দুশ্চিন্তা পতনের ফাঁদে পড়া টাকাকে মঙ্গলবার টেনে নামায় ডলারে ৬৬.২৪-এ। আর, এই খবরই বিপদসঙ্কেত পাঠায় শেয়ার বাজারে। অবাধে পড়তে থাকে সেনসেক্স। শেষ পর্যন্ত তা ৫৯০ পয়েন্ট পড়ে বন্ধ হয় ১৮ হাজারের নীচে। একদিনে মুছে যায় ৩ দিনে ৬৫২ পয়েন্ট বৃদ্ধির প্রায় সবটা। যার অন্যতম কারণ, বিদেশি সংস্থাগুলির বিপুল পরিমাণ শেয়ার বিক্রি। বাজারে অনিশ্চয়তার জেরেই নিরাপদ লগ্নির মাধ্যম হিসেবে বেড়ে যায় সোনা। কলকাতায় দশ গ্রাম পাকা সোনা ছাড়িয়ে যায় ৩৩ হাজার টাকা।
|
মারুতি পিছোতে পারে গুজরাতে লগ্নি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মন্দার জেরে গুজরাতে নয়া গাড়ি কারখানা চালুর পরিকল্পনা পিছোতে পারে মারুতি-সুজুকি। মঙ্গলবার বার্ষিক সভার পরে তেমনই ইঙ্গিত সংস্থা চেয়ারম্যান আর সি ভার্গবের। গুজরাতের হানসালপুরে ৭০০ একর জমিতে তৃতীয় কারখানা তৈরির কথা আগে জানিয়েছিল সংস্থা। এ দিন দিল্লি থেকে ফোনে ভার্গব বলেন, “এখনও সিদ্ধান্ত নিইনি। যখন প্রকল্পটির কথা ভেবেছিলাম, তখন গাড়ি শিল্পে বৃদ্ধির হার ছিল ৮-১০%। এখন অবস্থা আলাদা। তাই বিষয়টি পুনর্মূল্যায়ন করতে হবে।” |