টুকরো খবর
আফগান টিভি ও রেডিও-র পাশে ভারত
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে শক্তিশালী করতে কাবুলের পাশে দাঁড়াল নয়াদিল্লি। আজ প্রসার ভারতী এবং রেডিও অ্যান্ড টেলিভিশন অব আফগানিস্তানের (আরটিএ) মধ্যে সহযোগিতার একটি চুক্তিপত্র স্বাক্ষর হল নয়াদিল্লিতে। মার্কিন সেনা প্রত্যাহারের পর কী হবে জানা নেই। চুড়ান্ত এক কূটনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে আফগানিস্তান। তাই কাবুলে প্রভাব বাড়াতে সক্রিয় হয়েছে সংশ্লিষ্ট সব দেশই। আফগানিস্তানের অনুরোধ মেনে অদূর ভবিষ্যতে সে দেশকে অস্ত্র সরবরাহ করা হবে কিনা, তা নিয়ে দ্বিমত রয়েছে সাউথ ব্লকে। কিন্তু সে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে সব ধরনের সাহায্য করতে চায় নয়াদিল্লি। সেই নীতির সঙ্গে সঙ্গতি রেখেই আজ আরটিএ-র সঙ্গে চুক্তি করল প্রসার ভারতী। নয়াদিল্লি তার আফগান নীতির ব্যাখ্যায় বারবারই বলে এসেছে যে সে দেশের উন্নয়নে সব রকম সহযোগিতার জন্য ভারত প্রস্তুত। এখনও পর্যন্ত যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, তার পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্পও শুরু করতে চায় নয়াদিল্লি। সম্প্রতি কাবুল সফরে গিয়ে এই বিষয়ে বিশদে আলোচনা করে এসেছেন বিদেশসচিব সুজাতা সিংহ। সেই সূত্র ধরেই ভারত সফরে এসেছেন আরটিএ-র অধিকর্তা এ রহমান পাঞ্জশিরি এবং ন্যাশনাল রেডিও টিভি অফ আফগানিস্তান-এর ডিজি জারিন আঞ্জোর। আজ প্রসার ভারতীর সিইও জহর সরকারের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সরকারি সূত্রে খবর, সে দেশের রেডিও ও টেলিভিশন সম্প্রচারের আধুনিকীরণের প্রশ্নে সব রকম কারিগরি সহযোগিতা দেবে ভারত।

মেক্সিকোয় ধসে মৃত ১৪
প্রথমে ভারী বর্ষণ। আর তার জেরেই নামল ধস। এই ঘটনায় মেক্সিকোতে প্রাণ হারালেন ১৪ জন। পুলিশ সূত্রে খবর, শুধু ভেরাক্রুজ স্টেটেই ধসে মৃত্যু হয়েছে ১৩ জনের। পরে জানা গিয়েছে, ওয়াস্কা শহরে বন্যার জলে ভেসে গিয়েছে আরও এক জন। ভেরাক্রুজ স্টেটের প্রায় ৩০০ জন নাগরিককে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রাণহানির আশঙ্কা না থাকলেও ভারী বর্ষণে ওয়াস্কাতে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে অনেকটাই। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৮৫ কিলোমিটার বেগে ঝড় বইছিল।

রোজগারে এগিয়ে ম্যাডোনা
তাঁর অনেক পিছনে স্টিভেন স্পিলবার্গ বা অপরা উইনফ্রে। তিনি পপ গায়িকা ম্যাডোনা। ফোর্বস পত্রিকার সমীক্ষা বলছে, ২০১২ সালে ধনী রোজগেরে সেলিব্রেটির তালিকায় প্রথমে ৫৫ বছরের ম্যাডোনা। একটি শো থেকেই রোজগার করেছেন আশি লক্ষ পাউন্ড। ধনী তারকাদের তালিকায় ম্যাডোনার পরেই আছেন স্পিলবার্গ। ইটি ও জুরাসিক পার্কের থ্রিডি সংস্করণ থেকে ৬৫ কোটি পাউন্ড রোজগার করেছেন তিনি।

হত প্যালেস্তাইনি
ভোররাতে দেশের পশ্চিম প্রান্তে একটি প্যালেস্তাইনি উদ্বাস্তু শিবিরে অতর্কিতে হামলা চালানোর অভিযোগ উঠল ইজরায়েল সেনার বিরুদ্ধে। এই ঘটনায় নিহত দুই প্যালেস্তাইনি নাগরিক। যদিও ইজরায়েলের সেনা শিবিরের মুখপাত্রের দাবি, জঙ্গি আক্রমণের আশঙ্কা থাকায় আত্মরক্ষার তাগিদেই সেনা এই হামলা চালিয়েছে।

সাহসিকতার পুরস্কার মালালাকে
সাহসিকতার জন্য নেদারল্যান্ডস-এর সর্বোচ্চ শিশু-সম্মান পুরস্কার পাচ্ছেন মালালা ইউসুফজাই। সেপ্টেম্বরে হেগ-এ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার অনুষ্ঠানে মালালা থাকবে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের তরফে। নোবেল শান্তি পুরস্কার প্রাপক টি কারমান মালালার হাতে পুরস্কার তুলে দেবেন।

পুরনো খবর:

তালিবানের শিকার ১২ অফিসার
আফগান-সরকারের হয়ে কাজ করছিলেন। সেই অপরাধে তালিবানের হাতে খুন হতে হল ১২ জন কর্মীকে। পুলিশ সূত্রের খবর, নিহত ১২ জনের মধ্যে চার জন পেশায় ইঞ্জিনিয়ার। দু’জন তাঁদের সহকারী হিসেবে কাজ করতেন। বাকি ছ’জন আফগান নাগরিক। গত সপ্তাহেই হেরাতের আরও চার জন ইঞ্জিনিয়ারকে খুন করেছিল তালিবান। একের পর এক সরকারি কর্মী খুনের ঘটনায় প্রশ্নের মুখে কারজাই সরকার। সে দেশের নাগরিক নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

ভুট্টো শুনানি
বেনজির ভুট্টো হত্যা মামলার শুনানি শুরু হল মঙ্গলবার। রাওয়ালপিন্ডি আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্তদের সমন পাঠানো হয়েছিল। সেই তালিকায় প্রাক্তন পাক-প্রেসিডেন্ট পারভেজ মুশারফের নাম থাকলেও নিরাপত্তার কারণে এ দিন তিনি অনুপস্থিত ছিলেন।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.