আমি দেব-এর বোন নই
দেবের অবশ্য এই শ্যুটিংয়ের অভিজ্ঞতা একটু আলাদা। এর আগে দু’বার বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে দু’টির সামনে শ্যুটিং করেছেন। কলোসিয়ামে শ্যুটিং করা মানে আরও একটা আশ্চর্যের সামনে শ্যুটিং করা। তবে এই বার দেবের বিদেশ সফর আরও একটু স্পেশাল। তার কারণ বোন দীপালিকে রোম দেখানোটা ছিল তাঁর রাখির উপহার। শুধু ঘোরানো নয়, জুতো থেকে জ্যাকেট সব কিছু কিনে দিলেন বোনকে। দেব রোম থেকে আবার চলে যাবেন সোজা দক্ষিণ আফ্রিকা। ওখানে ‘চাঁদের পাহাড়’-এর শ্যুটিং। কিন্তু মুম্বইয়ের বাড়িতে গণেশ পুজো বলে দীপালির দক্ষিণ আফ্রিকা যাওয়া হবে না দেবের সঙ্গে।
ইতালিতে একটা মজার কাণ্ড হল শ্যুটিংয়ের সময়! দেবকে নাগালের মধ্যে না পেয়ে তাঁর ফ্যানেরা সঙ্গে সঙ্গে ছেঁকে ধরছিলেন দীপালিকে। কত রকমের প্রশ্ন! দেব কবে বাংলাদেশ যাবেন? শেষ বার কবে গিয়েছিলেন? শেষে প্রশ্নবাণে জর্জরিত হয়ে দীপালি ঠিক করলেন যে তিনি তাঁর পরিচয়টাই গোপন রাখবেন। শুধু বললেন তিনি মুম্বইতে পড়াশোনা করেন। ইউনিটের সঙ্গে এসেছেন। দেবের সম্পর্কে কিছু জানেন না!
শুধু যে বাংলাদেশি ফ্যান, তা নয়। হিস্টেরিয়ামিটারে বিদেশি মহিলারাও কম যাননি। কাজাখস্তানের যুবতী থেকে শুরু করে চাইনিজ ঠাকুমা সবার চাই এক টুকরো দেব। রোমের বিখ্যাত স্প্যানিশ স্টেপস্-এর সামনে এক বৃদ্ধা নিজের নাতনিকে নিয়ে দেবের সঙ্গে ছবি তুললেন। ‘উইশিং ওয়েল’-এর সামনে এক বিদেশিনি তো নিজের হাত থেকে খুলে দেবকে পরালেন ফ্রেন্ডশিপ ব্যান্ড। ইচ্ছামতী কুয়োতে পয়সা ছুড়ে কী চাইলেন তা না বললেও ঠোঁটে লেগেছিল প্রশান্তির হাসি।
তবে সব দেখে একটা কথা মনে হল যে স্থান-বয়স-পাত্র সব কিছুকে ছাপিয়ে গেল টলিউডের রংবাজি। |