ভিন্ রাজ্যের ট্রাক আটকে টাকা আদায়, প্রতিবাদে পথ অবরোধ
বাংলাদেশে রফতানি সামগ্রী নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক চালকের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ উঠেছে। ট্রাক চালকদের অভিযোগ, ইংরেজবাজার থানার ভারত-বাংলাদেশ মহদিপুর সীমান্তের সুসতানির মোড় থেকে কাঞ্চনটাড় এলাকার এক দল দুষ্কৃতী ওই কাজ করছেন। দাবিমত টাকা না দিলে মারধর করছে। ট্রাক ভাঙচুর করছে ওই সমাজবিরোধীরা। রবিবার রাতে টাকা দিতে অস্বীকার করায় ২০ জন ট্রাক চালককে মারধর করে টাকা, জিনিস, মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ক্ষুব্ধ ট্রাক চালকেরা সোমবার সুসতানির মোড়ের কাছে সকাল আটটা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। টানা চার ঘন্টা বিক্ষোভের জেরে জাতীয় সড়কে তীব্র যানজটে নিত্যযাত্রী থেকে শুরু করে দুরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পুলিশ সমাজবিরোধীদের গ্রেফতার ও ট্রাক চালকদের নিরাপত্তার আশ্বাস দিলে বিক্ষোভকারী অবরোধ তুলে নেন। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযোগের ভিত্তিতে ছয় জনকে ধরা হয়েছে। সুসতানির মোড় থেকে মহদিপুর সীমান্ত অবধি পুলিশি টহল বাড়ানো হচ্ছে।” এ দিকে, সমাজবিরোধীদের দৌরাত্ম্য বন্ধ না হওয়ায় ট্রাক চালকেরা পণ্য নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর স্থলবন্দরে যেতে চাইছেন না। এতে মহদিপুর সীমান্তে রফতানি বাণিজ্য মার খাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাক চালকদের আন্দোলনকে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স ও ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার অ্যসোসিয়েশন সমর্থন জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে ট্রাক চালকদের নিরাপত্তার দাবিতে জেলাশাসক ও জেলাপুলিশ সুপারকে ডেপুটেশন দেওয়া হয়েছে। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সম্পাদক উজ্জল সাহা বলেছেন, “সুসতানির মোড় থেকে মহদিপুরের মধ্যে তিনটি পুলিশ ক্যাম্প থাকার পরেও সমাজবিরোধীরা জোর করে ট্রাক চালকের মারধর করে তোলা আদায় করছে। পুলিশের কাছে বার বার আবেদন জানানোর পরেও কিছু হচ্ছে না। সমাজবিরোধীরা চালকদের উপর যেভাবে হামলা চালিয়ে লুঠপাট করছে তাতে ট্রাক চালকরা মহদিপুরে পণ্য নিয়ে যেতে ভয় পাচ্ছেন।” তিনি জানান, এ রকম হলে তো মহদিপুর সীমান্তে রফতানি বাণিজ্য ভেঙে পড়বে। পুলিশকে ব্যবস্থা নিতে হবে। অবরোধকারী চালকরা জানিয়েছেন, রবিবার রাতে গৌড়ে লুকোচুরি দরজার সামনে ৭-৮ দুষ্কৃতী হামলা করে। কয়েকজন শূন্যে গুলি চালিয়ে ভয় দেখায়। টাকা, মোবাইল এবং ট্রাকের মালপত্র নিয়ে পালিয়ে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.