|
|
|
|
‘জিপিএস’-এ মিলল উধাও লরির যন্ত্রাংশ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ইঞ্জিনে লাগানো ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ প্রযুক্তির সাহায্যে ৪৫০ বস্তা সিমেন্ট-সহ চোরাই ট্রাকের হদিস পেল পুলিশ। মাটির খুঁড়ে উদ্ধার করা হল ট্রাকের যন্ত্রাংশ। এলাকারই একটি গুদাম থেকে উদ্ধার হয়েছে সিমেন্টের বস্তা ও ট্রাকের ১০টি চাকা। ঘটনাটি মালদহের নারায়ণপুরের। ৮ অগস্ট নদিয়ার কল্যাণী থেকে সিমেন্ট বস্তা বোঝাই করে একটি ট্রাক শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় বলে পুলিশ জানিয়েছে। তার পরে ট্রাকের কোনও হদিস মেলেনি বলে অভিযোগ। শিলিগুড়িতে সিমেন্ট পৌঁছানার জন্য যে ব্যবসায়ী ট্রাকটি ভাড়া করেছিলেন তিনি কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে, ট্রাকের ইঞ্জিনে লাগানো জিপিএস প্রযুক্তির মাধ্যমে মালদহের নারায়ণপুরের দিক নির্দেশ করছে বলে পুলিশ জানতে পারে। |
|
উদ্ধার হওয়া যন্ত্রাংশ। —নিজস্ব চিত্র। |
সোমবার সকালে কল্যাণী ও মালদহ পুলিশের দল মাটি খুঁড়ে ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করেছে। এলাকার একটি গুদাম থেকে সিমেন্টের বস্তা এবং ট্রাকের চাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ইঞ্জিন থেকে শুরু করে, ট্রাকের নীচে থাকা বড় লোহার পাত সবই যন্ত্রের সাহায্যে গভীর গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয়। পরিস্থিতি থিতিয়ে গেলে যন্ত্রাংশ বিক্রি করে দেওয়ার মতলবে মাটিতে পুঁতে রাখা হয়েছিল বলে পুলিশ মনে করছে। কলকাতার এক ব্যবসায়ীর থেকে ওই ট্রাকটি ভাড়া করা হয়েছিল। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ট্রাকের চালক বিশু মণ্ডল মালদহের বাসিন্দা। খালাসিও বেপাত্তা। যদিও ওরা কোথায় রয়েছে, তা জানা গিয়েছে। ওই ঘটনায় আর কারা জড়িত রয়েছেন তাও জানা যাবে।’’ যে যন্ত্র বা যন্ত্রাংশে জিপিএস লাগানো থাকে, সেটি কোথায় রয়েছে তা যে কোনও সময়ে উপগ্রহ মারফত দেখে নেওয়া সম্ভব হয়। মাটি বা জলের তলায় তা থাকলেও অবস্থান জানা যায়। বর্তমানে বেশির ভাগ মোবাইলেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়। জেলা পুলিশ সুপার বলেন, “যে গুদাম থেকে সিমেন্ট ও ট্রাকের চাকা উদ্ধার হয়, তার মালিকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।” |
|
|
|
|
|