পরীক্ষার দাবিতে গত শনিবার থেকে ফালাকাটা বিএড কলেজের পরিচালন কমিটির সভাপতির বাড়ির সামনে রিলে অনশনে বসা দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার তাঁদের ফালাকাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কলেজ সূত্রের খবর, এক বছর ক্লাস করার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজের ১০০ জন ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি। গত এক মাস ধরে কয়েক দফায় কলেজে বিক্ষোভ দেখান সমস্ত ছাত্রছাত্রীরা।
তাঁদের অভিযোগ, কলেজের সভাপতি বিজন পাল পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছিলেন। গত ৫ আগস্ট থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনের সমস্ত বিএড কলেজে পরীক্ষা শেষ হলেও। ফালাকাটা বিএড কলেজ কর্তপক্ষের কোনও হেলদোল ছিল।
ফালাকাটায় অনশন মঞ্চে পড়ুয়ারা। সোমবার ছবি তুলেছেন রাজকুমার মোদক।
এর পরে ফালাকাটা শহরের মুক্তিপাড়ায় বিজনবাবুর বাড়ির সামনে টিন দিয়ে অস্থায়ী শেড তৈরি করে অনশনে বসে পড়েন ওই পড়ুয়ারা। যদিও বিজনবাবুর বাড়িতে কেই নেই বলেই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পরীক্ষার বন্দোবস্ত বা সুদ সমেত টাকা ফেরৎ না দেওয়া পর্যন্ত অনশন চলবে বলে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছেন।
গত রবিবার ফালাকাটার বিডিও কৃষ্ণকান্ত ঘোষ ঘটনাস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। বিডিও বলেন, “পরীক্ষার বিষয়টি নিয়ে মামলা চলছে বলে বিজনবাবু জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার তিনি কলকাতা থেকে ফালাকাটায় ফিরবেন বলে জানিয়েছেন। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।” আর কলেজের পরিচালন কমিটির সভাপতি বিজনবাবু বলেন, “আমি কলকাতায় রয়েছি। হাইকোর্টে আজ, মামলার শুনানি হবে। তবে আমরা বাড়ির সামনে কেন অনশন করা হচ্ছে তা বুঝতে পারছি না।”
ছাত্রছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে বিএড-এ ভর্তি করার ব্যবস্থা করলেও গত বছর কোনও ছাত্রছাত্রীকে ফালাকাটা কলেজে পাঠায়নি। ফালাকাটা কলেজ কর্তৃপক্ষ পৃথকভাবে ভর্তি করায়। সেই সময়ই পরীক্ষা হবে বলে আশ্বাস দেওয়া হয়। টাকাও জমা নেওয়া হয়। ক্লাসও শুরু হয়। গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয় কলেজের অনুমোদন বাতিল করার পর সমস্যা বাড়ে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.