নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ঠিকাদার সংগঠনের তরফে জানানো হয়েছে ব্যবসায়ীদের আবেদনের বিষয়টি তারা আলোচনা করবেন। তার পরেই সিদ্ধান্তের কথা জানাবেন। বর্তমানে বকেয়া মেটানোর দাবিতে তারা পুর ভবনে মেয়রের ঘরের সামনে গত ৫ দিন ধরে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন। ঠিকাদারদের বকেয়া পাওয়া মেটানো এবং বাজেট পাস নিয়ে বিতর্কের জেরে পুরসভায় আর্থিক প্রতিবন্ধকতা কাটাতে ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠকে আর্জি জানিয়েছেন মেয়র। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাঁকে লিখিত জানাতে বলেন। এ দিন সমস্যার কথা জানিয়ে পুর দফতরের সচিবকে পুরসভার তরফে চিঠি পাঠানো হয়েছে। চিঠি দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কাছেও। মেয়র বলেন, “ঠিকাদারদের সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু এ ভাবে কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে সমস্যার সমাধান হয় না। সব কিছুর জন্য আলোচনার প্রয়োজন। কিন্তু ঠিকাদাররা কোনও ভাবেই নিজেদের অবস্থান থেকে সরতে চাইছে না।” ঠিকাদার সংগঠনের তরফে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত এই অবস্থান চলবে। তারপর আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিধান মার্কেটের ব্যবসায়ীরা জানান, পূজোর আগে এভাবে কাজ বন্ধ করে শহরের উন্নয়নকে থমকে দেওয়া ঠিক নয়। এবার তাদেরও প্রতিবাদ জানাবেন। ঠিকাদার সংগঠনের সম্পাদক সজল সরকার বলেন, “আমরা বিষয়টি আলোচনা করে পরে জানাব।” তবে সংগঠনের মুখপাত্র বিজন দাসের দাবি, ব্যবসায়ীরা কী করবেন তাঁদের বিষয়। তাঁরা নিজেদের দাবি থেকে কোনও ভাবেই সরবেন না। |