রাস্তার কাজ থমকে, বাজার বন্ধের হুমকি
ঠিকাদারদের আন্দোলনের জেরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা
ঠিকাদাররা কাজ বন্ধ করে দেওয়ায় বিধান মার্কেটের রাস্তার কাজ মাঝপথে বন্ধ। অবিলম্বে ওই রাস্তার কাজ শুরু না হলে এ বার বাজার বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। এ দিন পুরসভায় দল বেঁধে গিয়ে তারা মেয়রকে সেই কথা জানিয়ে দেন। মেয়রের দাবি তিনি ঠিকাদারদের কাজ বন্ধ না করার অনুরোধ করেছিলেন। কিন্তু তারা শোনেননি। এই পরিস্থিতিতে তিনিও কিছু করতে পারছেন না। তা জানানোর পর মেয়রের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল ঠিকাদার সংস্থার কর্মকর্তাদের কাছে রাস্তার কাজ শুরুর জন্য হাত জোর করে অনুরোধও করেন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। কাজ শুরু না হলে বিধান রোড, হিলকার্ট রোড, সেবক রোড অবরোধ করবেন বলেও জানান।
পুরসভায় বিক্ষোভরত ঠিকাদারদের কাছে কাজ শুরুর অনুরোধ জানাচ্ছেন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।
ঠিকাদার সংগঠনের তরফে জানানো হয়েছে ব্যবসায়ীদের আবেদনের বিষয়টি তারা আলোচনা করবেন। তার পরেই সিদ্ধান্তের কথা জানাবেন। বর্তমানে বকেয়া মেটানোর দাবিতে তারা পুর ভবনে মেয়রের ঘরের সামনে গত ৫ দিন ধরে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন। ঠিকাদারদের বকেয়া পাওয়া মেটানো এবং বাজেট পাস নিয়ে বিতর্কের জেরে পুরসভায় আর্থিক প্রতিবন্ধকতা কাটাতে ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠকে আর্জি জানিয়েছেন মেয়র। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাঁকে লিখিত জানাতে বলেন। এ দিন সমস্যার কথা জানিয়ে পুর দফতরের সচিবকে পুরসভার তরফে চিঠি পাঠানো হয়েছে। চিঠি দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কাছেও। মেয়র বলেন, “ঠিকাদারদের সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু এ ভাবে কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে সমস্যার সমাধান হয় না। সব কিছুর জন্য আলোচনার প্রয়োজন। কিন্তু ঠিকাদাররা কোনও ভাবেই নিজেদের অবস্থান থেকে সরতে চাইছে না।” ঠিকাদার সংগঠনের তরফে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত এই অবস্থান চলবে। তারপর আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিধান মার্কেটের ব্যবসায়ীরা জানান, পূজোর আগে এভাবে কাজ বন্ধ করে শহরের উন্নয়নকে থমকে দেওয়া ঠিক নয়। এবার তাদেরও প্রতিবাদ জানাবেন। ঠিকাদার সংগঠনের সম্পাদক সজল সরকার বলেন, “আমরা বিষয়টি আলোচনা করে পরে জানাব।” তবে সংগঠনের মুখপাত্র বিজন দাসের দাবি, ব্যবসায়ীরা কী করবেন তাঁদের বিষয়। তাঁরা নিজেদের দাবি থেকে কোনও ভাবেই সরবেন না।
কাজ থমকে বিধান মার্কেটের মুরগিহাটা এলাকায়।
ঠিকাদারদের আন্দোলনের সমস্ত কাজ বন্ধ হয়ে পড়েছে। পুজোর মুখে রাস্তাঘাট তৈরি থেকে সমস্ত রকম উন্নয়নের কাজ ব্যহত হয়ে পড়েছে। পুজোর আগে এভাবে কাজ বন্ধ হয়ে পড়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক চিত্তরঞ্জন সাহা জানান, “মুরগিহাটা, হংকং মার্কেট হয়ে হিলকার্ট রোড পর্যন্ত রাস্তা তৈরির কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে। মোট চারটি পর্যায়ে প্রায় ৮০ লক্ষ টাকার এই কাজ শুরু হয়ে মাঝ পথে বন্ধ করে দিয়েছেন ঠিকাদাররা। তার জেরে দুভোর্গে পড়তে হচ্ছে আমাদের। ব্যবসার ক্ষতি হচ্ছে।” পুর আধিকারিকদের একাংশ জানান, ৩০০ মিটার কাজের জন্য ১৭ লক্ষ টাকার কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। যদি কাজ না করে আন্দোলন করার সিদ্ধান্ত নেয় তবে কেন টেন্ডার-এ এসেছিলেন তারা। এ ভাবে লাগাতার আন্দোলনের জেরে পুরসভায় কাজের অসুবিধে হচ্ছে বলে জানান মেয়র। ঘরের সামনে অবস্থান বিক্ষোভ চললেও যাতায়াতের রাস্তা রাখা হয়নি বলে মেয়র অভিযোগ করেন। নিজের ঘরে ঢুকতে পারছেন না ডেপুটি মেয়র সবিতা অগ্রবাল। সকলকে যাতায়াত করতে হচ্ছে ঘুরপথে।

ছবি: বিশ্বরূপ বসাক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.