নগর দায়রা আদালতের বিচার্য মামলার আর্থিক ক্ষমতা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করতে সোমবার সংশোধনী বিল পাশ হল বিধানসভায়। বিলটির কয়েকটি ধারায় রাখা কিছু সংস্থান নিয়ে আপত্তি তুলেছিলেন বিরোধীরা। কিন্তু সভায় হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গরিব মানুষের জন্য কাজ করব। কেউ বিরোধিতা করল কি করল না, তাতে কিছু যায় আসে না!”
বিধানসভায় এ দিন যে ‘দ্য সিটি সিভিল কোর্ট (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৩’ পাশ হয়েছে, তার প্রতিবাদে প্রথমে কর্মবিরতিতে গিয়েছিলেন আইনজীবীরা। এ দিন বিলটি নিয়ে আলোচনার শেষে ভোটাভুটির কিছু আগে সভায় আসেন মুখ্যমন্ত্রী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী বিলটি নিয়ে বক্তব্য রাখবেন। এ নিয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আপত্তি করলেও স্পিকার আইনের ধারা মেনে মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে বলেন। সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁর ক্ষমতা আছে তিনি হাইকোর্টে যাবেন। যাঁর তা নেই, তিনি যাবেন নগর দায়রা আদালতে। তাই দু’টো সুযোগই বিলে রাখা হয়েছে।” তাঁর ব্যাখ্যা, গরিব মানুষের কথা ভেবেই নগর দায়রা আদালতে বিচার্য বিষয়ের আর্থিক পরিধি ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা পর্যন্ত করা হল। পাশাপাশি, নগর দায়রা আদালত ও হাইকোর্ট, দু’জায়গাতেই মামলা করার অধিকার দেওয়া হচ্ছে। মামলা যিনি করবেন, তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন আদালতে তিনি মামলা করবেন।
এর আগে বিরোধী দলনেতা সূর্যবাবু এবং ডিএসপি-র বিধায়ক প্রবোধ সিংহ বলেন, হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ বলে দিয়েছে, এই বিষয়ে আইন করার অধিকার বিধানসভার। তা হলে কেন খসড়া পাঠানো হল হাইকোর্টের কাছে? সূর্যবাবু বলেন, এই বিলের ফলে যাঁর টাকা আছে, তিনি হাইকোর্টে যাবেন। যাঁর সঙ্গতি নেই, তিনি পারবেন না। জবাবি ভাষণে আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই বিলে আদালতের আর্থিক ক্ষমতা কিছু খর্ব করার বিষয় রয়েছে বলে তা প্রথমে হাইকোর্টে পাঠানো হয়েছিল। |