কলেজে আটক
নিজস্ব সংবাদদাতা • সোনামুখী |
কলেজ দেরিতে শুরু হওয়ার প্রতিবাদে সোমবার শিক্ষক-শিক্ষাকর্মীদের দিনভর আটকে রাখল তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী কলেজের। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সদস্যেরা কলেজের প্রায় ৪০ জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে দিনভর আটকে রাখেন বলে অভিযোগ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমর পাত্রের। তিনি বলেন, “এ দিন কলেজ খোলার পরেই আমাদের ক্লাসরুমে ও অফিস ঘরে ঢুকিয়ে প্রথমে তালা দেয় টিএমসিপি নেতারা। শুধু দুপুরে ক্যান্টিনে খাওয়ার জন্য একবার তালা খোলা হয়েছিল।” রাত সাড়ে আটটা নাগাদ অধ্যক্ষ বিজয়কৃষ্ণ ভাণ্ডারী কলেজে এসে ছাত্র সংসদের দাবিদাওয়া বিবেচনার আশ্বাস দেওয়ার পরে তালা খোলা হয়। ঘটনাটি অবশ্য কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানাননি। ছাত্র সংসদের সম্পাদক বিশ্বজিৎ মাঝির দাবি, “সাড়ে দশটায় কলেজ খোলার কথা ক্লাস শুরুর কথা থাকলেও তা চালু হয় এগারোটার পরে। বারবার জানিয়েও কাজ হয়নি। শিক্ষকদের উপস্থিতিও নিয়মিত নয়। বাধ্য হয়ে আন্দোলনে নামতে হল।”
|
প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • বেলিয়াতোড় |
পঞ্চায়েত গঠনের দিন বড়জোড়া ব্লকে তৃণমূলের ‘হামলা’র প্রতিবাদে সোমবার বেলিয়াতোড়ে মিছিল ও পথসভা করল সিপিএম। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক অমিয় পাত্র, জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী প্রমুখ। গত ১৯ আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়, গদারডিহি ও সাহারজোড়া গ্রাম পঞ্চায়েত অফিসে হামলার ঘটনা ঘটে। তিনটি পঞ্চায়েতেই বোর্ড গড়ে তৃণমূল। এ দিনের প্রতিবাদ সভায় অমিয়বাবু বলেন, “পঞ্চায়েত গঠনের দিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বড়জোড়া ব্লকে। সন্ত্রাস করে ওরা বোর্ড গড়েছে তিন পঞ্চায়েতেই।” |