সৃষ্টিধর মাহাতো।
বাজি জিতল বলরামপুর। জঙ্গলমহলের নেতা তথা বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি সৃষ্টিধর মাহাতোকে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি হিসাবে মনোননীত করল দল। সোমবার বিকেলে কলকাতার টাউন হলে দলের নবনিবার্চিত জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠকে পুরুলিয়ার সভাধিপতি হিসেবে সৃষ্টিধর মাহাতোর নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
এই জেলায় যাঁরা সভাধিপতি পদের দাবিদার ছিলেন, সৃষ্টিধরবাবু ছিলেন তাঁদের অন্যতম। দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি জানান, মীরা বাউরিকে সহ-সভাধিপতি করা হয়েছে। জেলা পরিষদে দলনেতার পদ পেয়েছেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়ায় মাওবাদীদের অন্যতম ধাত্রীভূমি অযোধ্যা পাহাড় লাগোয়া বলরামপুরে মাওবাদী-বিরোধী আন্দোলন থেকেই রাজনৈতিক উত্থান সৃষ্টিধর মাহাতোর। ঘাটবেড়া-কেরোয়া লাগোয়া বড় উরমা গ্রাম পঞ্চায়েত এলাকার খয়রাডি গ্রামের বাসিন্দা দীর্ঘদিন ধরেই বলরামপুর ব্লক তৃণমূল সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালের নভেম্বরে সৃষ্টিধর মাহাতোর পাশের এলাকা ঘাটবেড়ায় মাওবাদীদের হাতে খুন হন জিতু সিং সর্দার। এই খুনের ঘটনার পরে ঘাটবেড়া-কেরোয়া স্কুল সংলগ্ন ময়দানে তৃণমূল প্রকাশ্য প্রতিবাদ সভার আয়োজন করে। বলরামপুর ব্লক তৃণমূল আয়োজিত এই সভাটিই ছিল এলাকায় তথা মাওবাদীদের কাযর্ত মুক্তাঞ্চল ঘাটবেড়ায় কমবেশি চার বছরের মধ্যে প্রথম রাজনৈতিক কর্মসূচি। এই সভা থেকেই সৃষ্টিধরবাবু প্রকাশ্যে মাওবাদীদের বিরুদ্ধে আন্দোলন ঘোষনা করেন। মাওবাদীদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ার পরে জেলায় ডাকাবুকো নেতা হিসেবে উঠে আসে তাঁর নাম।
এক সময় পরোক্ষে মাওবাদীদের সঙ্গে থাকা ‘আদিবাসী মূলবাসী জনগণের কমিটি’র নেতা অঘোর হেমব্রম ও তাঁর সঙ্গে থাকা লোকজনকে তৃণমূলে টেনে ‘জঙ্গলমহল উন্নয়ন বিরোধী প্রতিরোধ কমিটি’ গড়ে তোলাতেও সৃষ্টিধরবাবুর ভূমিকা ছিল। বলরামপুরে মাওবাদীদের ডাকা বন্ধের বিরোধিতা করে রাস্তায় নামেন তিনি। একই সঙ্গে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নিবার্চনে ঘাটবেড়া এলাকায় মাওবাদীদের হাতে খুন হওয়া তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি রাজেন মাহাতোর স্ত্রী মনিকা মাহাতো এবং তৃণমূল কর্মী রাজেন সিং সর্দারের বোন কুমকুম সিং সর্দারকে প্রার্থী করেও তিনি দলীয় নেতৃত্বের নজর কাড়েন।
দল সূত্রের খবর, পিছিয়ে পড়া পুরুলিয়ায় এ বার উন্নয়নকেই পাখির চোখ করতে চান মুখ্যমন্ত্রী। তাই তিনি জঙ্গলমহলের নেতার হাতেই জেলা পরিষদের দায়িত্ব তুলে দিয়েছেন। দলীয় মহলে সৃষ্টিধরবাবু কট্টর বাম বিরোধী এবং মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতোর ঘনিষ্ঠ বলেও পরিচিত। দায়িত্ব পেয়ে সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে তিনি ফোনে বলেন, “দলনেত্রী দায়িত্ব দিয়েছেন। আমার দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আমার উপর আস্থা রেখেছেন। এখন আমাদের দায়িত্ব সেই আস্থার মর্যাদা দেওয়া। আমরা তা পারব। পুরুলিয়াকে ঢেলে সাজাব।” |