|
|
|
|
টুকরো খবর |
অচলাবস্থা পলিটেকনিকে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজে অচলাবস্থা চলছেই। গত ছ’দিন ধরে টানা বন্ধ রয়েছে ঝাড়গ্রামের এই কলেজ। সোমবার অধ্যক্ষ অমিতরঞ্জন ঘটক আন্দোলনকারী আদিবাসী ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন। আদিবাসী ওই পড়ুয়ারা অধ্যক্ষকে পাঁচ দফা দাবি জানায়। দাবিগুলি হলএ বছর ‘জিলেট’ উত্তীর্ণদের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির ব্যবস্থা করতে হবে, আদিবাসীদের জন্য প্রাতঃ বিভাগের পার্ট টাইম কোর্সটিকে দিবা বিভাগের কোর্সের সমতুল্য মর্যাদা দিতে হবে, পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে, শিক্ষাবর্ষের শুরুতে ভর্তি ও ফল প্রকাশের ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ প্রকাশ করতে হবে, পিছিয়ে পড়া পড়ুয়াদের কথা মাথায় রেখে কলেজে একটি ‘ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল’ চালু করতে হবে। অধ্যক্ষ অমিতরঞ্জনবাবু জানিয়ে দিয়েছেন, “ওই দাবিগুলি কলেজ কর্তৃপক্ষের পক্ষে মেটানো সম্ভব নয়। একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা সংসদ-ই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।” ফলে এ দিন কোনও সমাধানসূত্র বেরোয়নি। পলিটেকনিকের ফাইনাল পরীক্ষার মার্কশিট সময়মতো না পাওয়ায় ‘জিলেট’ পরীক্ষায় ভাল ফল করেও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারেননি সাত আদিবাসী ছাত্রছাত্রী। এরপরই ক্ষুব্ধ পড়ুয়ারা গত ২১ অগস্ট পলিটেকনিকের দরজায় তালা ঝুলিয়ে দেন। তবে পলিটেকনিকের অফিসটি খোলা আছে।
|
স্ত্রী-শাশুড়িকে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
স্ত্রী ও শাশুড়িকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। রবিবার রাতে মহিষাদলের বামুনিয়া গ্রামের ওই ঘটনায় ধৃত শেখ বাবলুকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেয় হলদিয়া এসিজেএম আদালত। স্ত্রী সাকিলা বিবির সঙ্গে অশান্তির জেরে রবিবার রাতে শ্বশুরবাড়িতে এসে বাবলু স্ত্রী ও শাশুড়ি আনোয়ারা বিবির গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। সোমবার ভোরে সাকিলার বাবা শেখ আনোয়ার হোসেন মহিষাদল থানায় মেয়ের স্বামী, শ্বশুর শেখ সুজাউদ্দিন, শাশুড়ি রসিদা বিবি ও ভাসুর শেখ নজরুলের নামে অভিযোগ করেন। বাবলু ধরা পড়ে। বাকিরা পলাতক।বছর সাতেক আগে বিয়ে হয় শেখ বাবলু ও সাকিলার। তাঁদের দুই ছেলে। বাবলুর নেশা করা নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হত। শ্বশুর-শাশুড়ি-ভাসুরও সাকিলাকে মারত বলে অভিযোগ। শনিবার বাপের বাড়ি চলে আসেন সাকিলা। রবিবার সেখানেই তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ।
|
|
|
|
|
|