দারিদ্রকে হারিয়েই নুরুলের দৌড়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দৌড় প্রতিযোগিতায় যোগ দিতে বেঙ্গালুরু গিয়েছিলেন মেদিনীপুর শহরের একাদশ শ্রেণির ছাত্র মদম্মদ নুরুল। খালি হাতে ফেরেননি। ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের হারিয়ে প্রথম হয়েছে সে। পাড়ার ছেলের সাফল্যে খুশির হাওয়া পাঠান মহল্লাতে। নুরুলের কথায়, “আমি আরও দৌড়তে চাই। এখানে তো সুযোগ কম। তাই বাইরে কোথাও প্রতিযোগিতা হচ্ছে জানতে পারলেই চলে যাই।”
নুরুলের বাবা মহম্মদ নুরুজ্জামানের ফুটপাতে কাপড়ের দোকান রয়েছে। তার ভরসাতেই ৫ জনের সংসার চলে। অভাবের সঙ্গে লড়ে পড়াশোনাও চালাচ্ছে এই কিশোর। মেদিনীপুর বিবেকানন্দ হাইস্কুলে পড়ে সে। সঙ্গে চলে দৌড়ের অনুশীলন। প্রতিদিন সকালে দৌড়তে ভুল করে না নুরুল। |
শংসাপত্র হাতে মহম্মদ নুরুল। —নিজস্ব চিত্র। |
মেদিনীপুর শহর ও আশপাশে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে সে। সম্প্রতি ইন্টারনেটে বেঙ্গালুরুর দৌড় প্রতিযোগিতার কথা জানতে পারে সে। স্বাধীনতা দিবসে আয়োজিত ওই প্রতিযোগিতার নাম ছিল ‘ফ্রিডম রান’। ৫ ও ১০ কিলোমিটার, দু’টি বিভাগে প্রতিযোগিতা হয়। ৫ কিলোমিটারে প্রথম হয়েছে নুরুল।
এই সাফল্য ভবিষ্যতে নুরুলকে আরও বেশি দৌড়নোয় উৎসাহ দিচ্ছে। তবে দারিদ্রের প্রতিবন্ধকতা তো আছেই। কোনও প্রশিক্ষণ নেই, নেই ভাল জুতোও। নুরুল বলে, “নিজেই চেষ্টা করছি। আরও কয়েকটি প্রতিযোগিতায় সাফল্য পেলে নিশ্চয় ভাল ক্লাব বা সংগঠনের নজরে পড়ব। তাদে সাহায্য পেলে আরও ভাল কিছু করে দেখাতে পারব।” এই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছে নুরুল। |
|