|
|
|
|
টুকরো খবর |
সাংস্কৃতিক প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এবিটিএ’র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুল (বালক) ক্যাম্পাসে। বিদ্যালয় ইউনিট, আঞ্চলিক শাখা এবং মহকুমাস্তরের প্রতিযোগিতা আগেই শেষ হয়েছিল। বিভিন্ন বিভাগে মহকুমাস্তরে যারা প্রথম এবং দ্বিতীয় হয়, তারাই জেলাস্তরের প্রতিযোগিতায় যোগদান করে। সব মিলিয়ে ৩০টি বিভাগে ১৬০ জন প্রতিযোগি ছিল। ওই দিনই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ, প্রাক্তন জেলা সম্পাদক অপরেশ ভট্টাচার্য প্রমুখ। জেলাস্তরের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে যারা প্রথম হয়েছে, তারা এ বার রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগ দেবে। আগামী ২৯ সেপ্টেম্বর হাওড়ার এক স্কুলে রাজ্যস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
|
গণধর্ষণের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মুম্বইয়ে চিত্র সাংবাদিক গণধর্ষণের প্রতিবাদে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে এসইউসিআই। সোমবার দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি হয়। নেতৃত্বে ছিলেন দলের জেলা সম্পাদক অমল মাইতি, প্রাণতোষ মাইতি প্রমুখ। এসইউসির বক্তব্য, শুধু মুম্বই নয়, বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও এমন ঘটনা ঘটছে। মহিলাদের উপর নির্যাতন চলছে। পুলিশ অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। ফলে, দুষ্কৃতীরা পরোক্ষে উত্সাহিত হচ্ছে। বিক্ষোভ কর্মসূচির আগে এসইউসির কর্মী-সমর্থকেরা শহরে মিছিল করেন। |
|
|
|
|
|