ছবি তুলতে দেরি হওয়ায় ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
আধার কার্ডের ছবি তুলতে এসে জেনারেটর, টেবিল ভাঙচুর করলেন এলাকাবাসীর একাংশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম বসু প্রাথমিক বিদ্যালয়ে। স্বাভাবিক ভাবে দুপুরের পর সেখানে এদিনের মতো ছবি তোলার কাজ বন্ধ হয়ে যায়। গণ্ডগোলের খবর পেয়ে তৃণমূল কাউন্সিলর অনিমা মণ্ডলের স্বামী অসিত মণ্ডল এলাকায় গেলে তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। |
রামপুরহাটে তোলা নিজস্ব চিত্র |
এলাকায় গিয়ে দেখা যায়, স্কুল চত্বরে টেবিলের ভাঙা অংশ পড়ে আছে। জেনারেটর থেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আধার কার্ডের ছবি তোলার কাজে নিযুক্ত কর্মীরা কাগজপত্র ও অন্যান্য সরঞ্জাম গুটিয়ে কাজ বন্ধ করে দিয়েছন। ঘটনার কথা যাঁরা জানেন না, তাঁরা এসে ফিরে যাছেন। দায়িত্বপ্রাপ্ত এক কর্মী জানালেন, আধার কার্ডের জন্য ২৪ অগস্ট থেকে এলাকায় ছবি তোলার কাজ চলছে। প্রায় ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। এদিনও সকাল থেকে কাজ যথারীতি শুরু হয়েছিল। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত থাকায় জেনারেটর চালিয়ে কাজ চলছিল। কিন্তু জেনারেটরের তেল ফুরিয়ে গেলে ছবি তোলার কাজ ব্যাহত হয়। পুনরায় কাজ শুরু করার ফাঁকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না পেরে বাসিন্দাদের একাংশ অধৈর্য হয়ে ভাঙচুর চালান।
দায়িত্বপ্রাপ্ত কর্মী মহম্মদ রনি জানান, আগামী ১ ও ২ সেপ্টেম্বর ছবি তোলা হবে। এলাকার বাসিন্দাদের দাবি, রবিবার রাত থেকেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বির্পযস্ত। বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ছিল এলাকাবাসী। তারপরে জেনারেটর চালু করতে দেরি হওয়ার জন্য বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা বাসিন্দারা।
|