এক মাস কাটতে না কাটতেই ফের চুরির অভিযোগ কাটোয়ার সার্কাস ময়দান এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কৃষি উন্নয়ন শাখায়। গত ৫ জুলাই এই ব্যাঙ্কের ভিতরে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে টাকার বান্ডিল নিয়ে পালিয়েছিল এক যুবক। সোমবার দুপুরে ফের ওই ব্যাঙ্কের ভিতর থেকে সমীর ঘোষ নামে এক চালকলের ম্যানেজারের ব্যাগ থেকে দু’লক্ষ টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। তিনি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সমীরবাবুর অভিযোগ, একটি কাউন্টার থেকে অন্য কাউন্টারে যাওয়ার সময় তাঁর ব্যাগের চেন খুলে দু’লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। ব্যাঙ্কের ম্যানেজার কিংশুক চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সিসিটিভিতে যান্ত্রিক গণ্ডগোল থাকায় কোনও ‘ফুটেজ’ পাওয়া যায়নি। যদিও জুলাই মাসের ঘটনায় সিসিটিভিতে অভিযুক্ত যুবকের ছবি দেখার পরও পুলিশ তাঁর কোনও হদিশ পায়নি।
|
চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম সদস্য স্বাধীনতা সংগ্রামী সুবোধ চৌধুরীর ৯৯তম জন্মদিন পালন করল সিপিএম। সোমবার অনুষ্ঠানটি হয় কাটোয়ার সংহতি মঞ্চে। আলোচকরা জানান, মাত্র ১২ বছর বয়সে সুবোধবাবু স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছেন। কাটোয়া থেকে চট্টগ্রামে মামার বাড়ি পাঠিয়েও তাঁকে আটকানো যায়নি। উপস্থিত ছিলেন সিপিএমের বর্ধমান জেলা সম্পাদক অমল হালদার।
|
মুম্বইয়ে মহিলা চিত্র সাংবাদিককে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিল কালনার বেঙ্গল রিপোটার্স অ্যাসোসিয়শনের সদস্যেরা। মহকুমাশাসক শশাঙ্ক শেঠি বলেন, স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। |