অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে অসুস্থ ৬৬ জন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক পারিবারিক অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৬৬ জন। অসুস্থদের মধ্যে ২৯জন মহিলাও রয়েছেন। তাঁদের সকলকেই মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খড়্গপুর ২ ব্লকের বলরামপুরের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত শুক্রবার রাতে ওই গ্রামে পারিবারিক এক অনুষ্ঠান ছিল। খড়্গপুর ১ ব্লকের নারায়ণপুর থেকেও বেশ কয়েকজন ওই অনুষ্ঠানে যোগ দেন। খাওয়াদাওয়ার পরে যে যাঁর বাড়ি ফিরে যান। এরপর শনিবার বিকেল থেকে কয়েকজন অসুস্থ হতে শুরু করেন। দুই গ্রামেরই বেশ কয়েকজন অসুস্থ হন। রবিবার এলাকায় পৌঁছয় মেডিক্যাল টিম। বিষক্রিয়া থেকেই ওই ঘটনা বলে মনে করছে স্বাস্থ্য দফতর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “দু’টি গ্রামে মেডিক্যাল টিম গিয়েছে। উদ্বেগের কিছু নেই। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।”
|
হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রাজ্যে শীঘ্রই আরও ৫২টি হাসপাতালে ফেয়ার প্রাইস শপ চালু হবে। এ ব্যাপারে টেণ্ডার ডাকার কাজও শেষ হয়েছে। রবিবার নদিয়ার রানাঘাটে এক চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ কথা জানান। তিনি বলেন, “প্রথম পর্যায়ে ৩৫টি ফেয়ার প্রাইস শপ চালু হয়েছে। এর ফলে গরিব মানুষ অনেক টাকায় ওষুধ কিনতে পারছেন। কেন্দ্র সরকার আমাদের এই পদক্ষেপকে মডেল হিসেবে দেখছে।” এ দিন চন্দ্রিমাদেবী রানাঘাট মহকুমা হাসপাতালও ঘুরে দেখেন। দেখা করেন হাসপাতালের সুপার রঞ্জিত দাসের সঙ্গে। রঞ্জিতবাবু চিকিত্সকের ঘাটতির কথা জানালে মন্ত্রী সমস্যা মেটানোর আশ্বাস দেন। এ দিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রানাঘাট হাসপাতালে ২০ শয্যা বিশিষ্ট এসএনসিইউ ও ফেয়ার প্রাইস শপ তৈরির করার কথা ঘোষণা।
|
বয়স্কদের চিকিৎসায় ইউনিট হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সঙ্কটাপন্ন রোগীর পাশাপাশি বয়স্কদের চিকিৎসার জন্য কোচবিহার জেলা সদর হাসপাতালে পৃথক ইউনিট চালু করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দফতর। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের যুগ্ম সচিব সচ্চিদানন্দ সরকারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসেন। হেরিটেজ ভবন সংস্কার করে সঙ্কটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির প্রস্তাবিত পরিকাঠামো দলটি ঘুরে দেখে। এ দিন ওই হাসপাতালে বয়স্কদের চিকিৎসার জন্য জেড্রিয়াটিক ইউনিট চালুর ব্যাপারে তারা জেলার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। হাসপাতাল সুপার জয়দেব বর্মন বলেন “মার্চের মধ্যে সিসিইউ চালুর চেষ্টা হচ্ছে।” |