পঞ্চায়েত ভোটে বিপর্যয়ের পরে এ বার নেতৃত্বে রদবদলের পথে হাঁটতে চাইছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। বদলানো হবে দলের গণসংগঠনের খোলনলচে। পরিবর্তন আনা হবে দলের রাজ্য নেতৃত্বেও। পঞ্চায়েত ভোটের পরে রবিবার ফব-র প্রথম রাজ্য কমিটির বৈঠকে নেতৃত্বে বদলের ইঙ্গিত দিয়ে আগামী নভেম্বরে বিশেষ রাজ্য সম্মেলন ডাকার ঘোষণা করেছেন দলের প্রবীণ রাজ্য সম্পাদক অশোক ঘোষ। পঞ্চায়েত ভোটের ফলের বিশ্লেষণ করতে গিয়ে পশ্চিমবঙ্গে সংগঠনকে নতুন করে সাজানোর কথা বলেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটিও। কিন্তু আলিমুদ্দিন এখনও এই বিষয়ে নির্দিষ্ট কোনও পদক্ষেপ করেনি। এই অবস্থায় দলের অন্দরে রাজ্য নেতৃত্বে পরিবর্তনের কথা বলে বড় শরিককেও বার্তা দিয়ে রাখলেন অশোকবাবু।
জেলায় জেলায় সন্ত্রাসের পরিবেশেই যে এ বার পঞ্চায়েত ভোট লড়তে হয়েছে, সেই কথাই উঠে এসেছে ফব-র বিভিন্ন জেলার রিপোর্টে। জবাবি ভাষণে রাজ্য সম্পাদক সন্ত্রাসের কারণ মাথায় রেখেও সাংগঠনিক দুর্বলতা কাটানোর উপরে জোর দিয়েছেন। সেই লক্ষ্যেই গণসংগঠনের খোলনলচে বদলানোর দাওয়াই দিয়েছেন তিনি। এই বছরের মধ্যেই নতুন নেতৃত্বের হাতে রাজ্য দলের ভার তুলে দেওয়ার কথাও বলেছেন। ফব সূত্রের খবর, রাজ্য কমিটিতে অশোকবাবু বলেছেন, বয়সজনিত কারণেই তাঁর শারীরিক সক্ষমতা কমেছে। গত ফেব্রুয়ারিতেই রাজ্য সম্মেলনে তিনি দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন। দলীয় সহকর্মীদের অনুরোধে তখন তা হয়ে ওঠেনি। এ বার নভেম্বরে বিশেষ রাজ্য সম্মেলন করে বাকি কাজ সম্পন্ন করতে চান।
নেতৃত্ব বদলে সংগঠন সামলানোর চেষ্টার সঙ্গে সঙ্গেই বারাসত, কোচবিহার ও পুরুলিয়া তিনটি লোকসভা আসনের (ফব এই তিনটিতেই লড়ে) জন্য এক মাসের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম বেছে ফেলতে বলা হয়েছে জেলা কমিটিগুলিকে। কোচবিহারের জেলা সম্পাদক উদয়ন গুহ অবশ্য এ দিনের বৈঠকে ছিলেন না। পঞ্চায়েতে সন্ত্রাসের অভিযোগের পাশাপাশি বর্ধমান, হাওড়া-সহ কয়েকটি জেলার নেতারা নিজেদের ত্রুটি-বিচ্যুতির কথা বলেছেন। অশোকবাবুর অবর্তমানে দলের হাল কী হবে, তা নিয়ে আশঙ্কাও শোনা গিয়েছে। তার পরে জবাবি বক্তৃতায় অশোকবাবু অবশ্য পালাবদলেরই ইঙ্গিত দিয়েছেন।
সেপ্টেম্বরেই চেন্নাইয়ে বসছে ফব-র পার্টি কংগ্রেস। সেখান থেকে ফিরেই বিশেষ রাজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু হবে। প্রসঙ্গত, ১৯৪৮ সাল থেকে টানা ৬৫ বছর রাজ্য সম্পাদক পদে থাকায় রেকর্ড বইয়ে অশোকবাবুর কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে হালফিল। এমন একটা পরিস্থিতিতে এবং গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আগে অশোকবাবুর রাজ্য নেতৃত্বে বদল আনার সিদ্ধান্ত বিমান বসুদের উপরে চাপ সৃষ্টি করবে বলেই ফব সূত্রের ব্যাখ্যা। ফব-র রাজ্য সম্পাদকমণ্ডলী অশোকবাবুর রাজনৈতিক জীবনের উপরে একটি তথ্যচিত্র তৈরির সিদ্ধান্তও নিয়েছে।
|