পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল আজিম শেখ (১৭) নামে এক কিশোরের। পুলিশ জানিয়েছে, আজিম ধুলিয়ানের তারবাগান পাড়ার বাসিন্দা। শনিবার বিকেলে হেঁটে বাড়ি ফেরার সময় ট্রাক্টরের ধাক্কায় আহত হয় সে। অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হলে মৃত্যু হয় তার। অন্য দিকে, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রের। শনিবার রাতে কান্দি-বহরমপুর রাজ্য সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম ওয়াসিম আক্রম (১৮)। তিনি কান্দি রাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শনিবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। পুলিশ ডাম্পার ও গাড়ির চালককে আটক করেছে।
|
ছাদ থেকে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এনটিপিসির কর্মী আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সকালে ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ফিল্ড হোস্টেলের আবাসনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত মওসুন আলি (৪৫) পেশায় জুনিয়ার ইঞ্জিনিয়ার। মওসুনের স্ত্রী আজমিরা বিবি জানান, প্রতিদিনই তাঁর স্বামী আবাসনের ছাদে প্রাতঃভ্রমণ করেন। এ দিনও তেমনই করছিলেন। হঠাৎই ছাদ থেকে নীচে পড়ার শব্দ পেয়ে ছুটে যান সকলে। এরপর মওসুনকে এনটিপিসির হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, মৃতের দেহ ময়না-তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নদিয়ার হাঁসখালির গাজনা এলাকায় শনিবার রাতে ন’টি গাড়ি ভর্তি ৯৫টি গরু আটক করেছে। ওই ঘটনায় আলি মণ্ডল নামে কৃষ্ণনগরের ঝিটকাপোতা এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। |