বাঁকাদহ রেঞ্জের বারিশোলের জঙ্গলে অসুস্থ থাকা হাতির ভিডিওগ্রাফি করল বন দফতর। রেঞ্জ অফিসার বিজয় চক্রবর্তী বলেন, “এ দিন অসুস্থ হাতিটির ভিডিওগ্রাফি করা হয়েছে। ছবি দেখিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।” তিনি জানান, প্রয়োজনে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে চিকিৎসা করানো হবে। তবে ডান পায়ে ক্ষত থাকা ওই হাতির বিরুদ্ধে এলাকায় খেতের ফসল নষ্ট করার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, দিনের বেলা এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকলেও রাতে অসুস্থ শরীরেই হাতিটি জমিতে নেমে ধান ও সব্জি খেয়ে, পায়ে মাড়িয়ে নষ্ট করছে। এলাকার বন সুরক্ষা কমিটির সম্পাদক আলফা মণ্ডল বলেন, “ক’দিন ধরে ক্ষতিগ্রস্ত চাষিদের কাছে অভিযোগ পেয়ে আমি রেঞ্জ অফিসে জানিয়েছি।” রেঞ্জ অফিসার চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ দিকে পশ্চিম মেদিনীপুরের লালগড় ও গোয়ালতোড় থেকে দলমার হাতির পাল বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের সীমান্ত এলাকায় বিচরণ করছে বলে বাঁকুড়া বন দফতরের কাছে খবর এসেছে। ওই দলটি যে কোনও সময় বাঁকাদহ রেঞ্জের জঙ্গলে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
|
বিন্নাগুড়ি সেনা ছাউনিতে তড়িদাহত হয়ে মৃত্যু হল একটি মাদি হাতির। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাটের বিন্নাগুড়ি সেনা ছাউনিতে। এ নিয়ে গত আড়াই মাসে একই ভাবে দুটি হাতির মৃত্যুর ঘটনা ঘটল। লাগোয়া রেতি জঙ্গল থেকে খাবারের খোঁজে রাতের বেলায় ১২টি হাতির দল সেনা ছাউনির ভেতর ঢুকে পড়ে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। ছাউনির ভেতর নির্মীয়মাণ ভবনের সামনে পড়ে থাকা বিদ্যুতের তারে হাতিটির শুড় লেগে যায় বলে বন কর্মীদের অনুমান। ঘটনাস্থলেই তিন বছরের ওই হাতিটির মৃত্যু হয়। পরে বনকর্মীরা দেহ উদ্ধার করেন।
|
সর্পদষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুরে। পুলিশ জানায়, মৃতার নাম হীরা মল্লিক (৪০)। ঘুমন্ত অবস্থায় তাঁকে সাপে কামড়ায়। আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়না-তদন্তে পাঠায় পুলিশ। |