ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার শায়ের মোড়ের কাছে পিয়ারাবাগান রোডে। মৃতের নাম শিবনাথ সাহা (৬৫)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সোয়া ১১টা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন শিবনাথবাবু। বাড়ির অদূরেই চন্দননগরমুখি একটি ট্রাক পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চোখের সামনে ওই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বেগতিক বুঝে ট্রাকটি গতি বাড়িয়ে পালাতে থাকে। স্থানীয় যুবকেরা মোটর বাইকে চেপে ধাওয়া করেন। সেই সময় ট্রাকটি আরও দু’জনকে ধাক্কা মারে বলে অভিযোগ। তাঁদের এক জনকে আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ পর্যন্ত ধরমপুর ফাঁড়ির পুলিশ ট্রাকটিকে আটক করে। গ্রেফতার করা হয় চালককে।
|
আরামবাগ মহকুমা ফুটবল লিগ শুরু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
দ্বাদশ আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবল রবিবার থেকে শুরু হল। গোঘাটের কামারপুকুর শ্রীপুর মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সুচাঁদ কারক। প্রথম খেলায় গোঘাটের বেলেপাড়া অনিল স্মৃতি সঙ্ঘ ৪-০ গোলে হারাল বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘকে। কৃষ্ণ মাণ্ডি ২টি গোল করেন। অপর দু’টি গোল বরুণ মালিক এবং মনসা সাঁতরার। সুচাঁদবাবু ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লীনা চট্টোপাধ্যায় এবং মহকুমা ক্রীড়া সংস্থার কর্তারা।
|
উলুবেড়িয়ায় যোগাসন
নিজস্ব সংববাদদাতা • উলুবেড়িয়া |
ভারতশ্রী নিরাপদ পাখিরা স্মৃতির উদ্দেশ্যে রবিবার উলুবেড়িয়া ভবনে অনুষ্ঠিত হল হাওড়া জেলা যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। পরিচালনায় ছিলেন হাওড়া জেলা যোগা অ্যাসোসিয়েশন। ব্যবস্থাপনায় উলুবেড়িয়ার কুশবেড়িয়ার কমলকলি ব্যায়ামাগার। ১৫০ জন প্রতিযোগী অংশ নেয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অবনী ভট্টাচার্য, রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম সিনহা ও অসিতকুমার আইচ, অনুপকুমার দে। |