টুকরো খবর |
স্থলসীমান্ত চুক্তি নিয়ে মমতাকে আবেদন প্রদীপের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির বিরোধিতার পথ থেকে সরে আসার জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানাল প্রদেশ কংগ্রেস।
দু’দেশের মধ্যে ছিটমহল বিনিময়ে ভারতের বা পশ্চিমবঙ্গের ক্ষতির কোনও আশঙ্কাই নেই বলে কেন্দ্রীয় সরকারের সুরেই মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করতে চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
রাজ্যসভায় এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটির বিরোধিতা করেছিল তৃণমূল। অথচ মমতার সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যের তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষ কেন্দ্রকে চিঠি দিয়ে ওই চুক্তিতে সম্মতির কথা জানিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপবাবুর বক্তব্য, দু’দেশের মধ্যে ভূখণ্ড বিনিময় হলে ভারতের ক্ষতি হবে, এই আশঙ্কা নিতান্তই ধারণামাত্র।
বাংলাদেশের অভ্যন্তরে যেখানে ওই সব ভূখণ্ড আছে, সেখানে ভারতের কোনও নিয়ন্ত্রণও নেই। প্রদীপবাবু রবিবার বলেন, “শুধু রাজনৈতিক কারণে এবং ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করে হাততালি কুড়োনোর লক্ষ্যে তৃণমূল নেত্রী এই আন্তর্জাতিক চুক্তির বিরোধিতার পথ নিয়েছেন। তাঁকে অনুরোধ করব, অনুগ্রহ করে বিষয়টি বুঝুন! আধিকারিকদের সঙ্গে বসে বোঝার চেষ্টা করুন। তা হলেই বুঝবেন, বিরোধিতা কত অমূলক!” বিনা কারণে প্রাক্তন মুখ্যসচিব চিঠি লিখে সম্মতি দেননি বলেও মন্তব্য করেছেন প্রদীপবাবু। তৃণমূল নেত্রী অবশ্য শনিবারই ফেসবুকে দাবি করেছিলেন, তখন তাঁদের যা বলা হয়েছিল, এখন কেন্দ্র তা করছে না। পক্ষান্তরে প্রদীপবাবুর বক্তব্য, ভারত-বাংলাদেশ মৈত্রী দৃঢ় করতে প্রয়োজনীয় ভূমিকা পালন করা উচিত মুখ্যমন্ত্রীর। |
পুরনো খবর: মমতার আপত্তিতে পেশ হল না স্থল-সীমান্ত বিল |
পুলিশকর্মী স্বামীদের সুরক্ষার দাবি মহিলাদের
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
পুলিশকর্মী স্বামীদের নিরাপত্তার দাবি নিয়ে তাঁদের স্ত্রীরা এ বার হাইলাকান্দির এসপি-র দ্বারস্থ হলেন। তাঁদের বক্তব্য, জনগণের সুরক্ষা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশই। তাই তাঁদের নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করা হোক।দিন পনেরো আগের কয়েকটি ঘটনায় ক্ষুব্ধ ওই মহিলারা জানান, উৎসবের মরসুমে যানজট কমাতে হাইলাকান্দি হাসপাতালের সামনে যান-নিয়ন্ত্রণ করা হয়েছিল। অভিযোগ, জেলা পরিষদের সভাপতি আনামউদ্দিন লস্করের গাড়ি ওই রাস্তায় ঢুকতে গেলে কর্তব্যরত পুলিশকর্মী বাধা দেন। তখনই আনামউদ্দিন ওই পুলিশকর্মীকে মারধর করেন। জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।
একই রকম ঘটনা ঘটে অন্য এক পুলিশ কনস্টেবলের সঙ্গেও। শহরের পুরাতন হাসপাতাল চৌরঙ্গিতে আবুল হাসান নামে এক বস্ত্র ব্যবসায়ী রাস্তায় গাড়ি রেখেছিলেন। কর্তব্যরত পুলিশকর্মী গাড়ির চাবি নিয়ে যান। আবুলের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। এর পরই ওই পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জখম ওই পুলিশকর্মী হাইলাকান্দি হাসপাতালে চিকিৎসাধীন।
নিগৃহীত দুই পুলিশকর্মীর স্ত্রীকে সঙ্গে নিয়েই দিন পাঁচেক আগে অন্য পুলিশকর্মীদের স্ত্রী-রা এসপি’র দফতরে যান। পুলিশ সুপার ব্রজেন্দ্রজিৎ সিংহ তাঁদের জানান, আনামউদ্দিনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ঘটনায় অভিযুক্ত আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনাটিতে অভিযুক্ত আবুল হাসানও ফেরার। তাঁর গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
এসপি আরও জানান, পুলিশের চাকরিতে ঝুঁকি থাকে। সংঘর্ষের আশঙ্কাও থাকে। সে সবের মোকাবিলা করেই নিজেদের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে পুলিশকর্তা জানিয়ে দেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। |
এ বার কিষান সম্মেলন মোদীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নরেন্দ্র মোদী মানেই ‘ভাইব্র্যান্ট গুজরাত’। কিন্তু সে সব কম্পনই শিল্পের। মুকেশ অম্বানী থেকে রতন টাটার গন্তব্য হিসেবে পরিচিত হয়েছে মোদীর রাজ্য। শিল্পের গুজরাতে এ বার কৃষিতেও তরঙ্গ তুলতে সচেষ্ট হলেন মোদী। আমদাবাদে ৯, ১০ এবং ১১ সেপ্টেম্বর ‘ভাইব্র্যান্ট গুজরাত কিষান সামিট’ নামে কৃষক সম্মেলনের আয়োজন করছে মোদী সরকার। দেশে শিল্পায়নের মুখ হিসাবে পরিচিত মোদীর লোকসভা ভোটের আগে কৃষক-বান্ধব ভাবমূর্তি নির্মাণই ওই সম্মেলনের নেপথ্য উদ্দেশ্য বলে বিজেপির ব্যাখ্যা। কৃষিতে সাফল্যের জন্য সরকার বা স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা পুরস্কৃত হয়েছেন, দেশের প্রতি জেলা থেকে এমন কৃষক প্রতিনিধিদের বেছে নিয়ে তাঁদের সম্মানিত করা হবে ওই সম্মেলনে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপযোগিতা নিয়েও আলোচনা হবে বলে বিজেপি-র কিষান মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনিল শর্মা এ দিন কলকাতায় জানিয়েছেন। রাজ্য বিজেপি নেতা ঋতেশ তিওয়ারি বলেন, “ইজরায়েলে প্রতি বছর অ্যাগ্রো-টেক সামিট হয়। ভারতে এ রকম সম্মেলন এই প্রথম হতে চলেছে।” ঋতেশ আরও জানান, মোদী সরকার দলের কিষান মোর্চাকে কর্মসূচি আয়োজনের ভার দিয়েছে। এ রাজ্য থেকে সংগঠনের ৬০ সদস্য ওই সম্মেলনে যাবেন। গুজরাত-সহ অন্য রাজ্য থেকে ওই কর্মসূচিতে যোগ দেবেন কিষান মোর্চার সদস্যেরা। |
বালিকাকে ধর্ষণ করে খুন
নিজস্ব সংবাদদাতা • পুণে |
বছর এগারোর নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। পুণে থেকে ১০০ কিলোমিটার দূরের একটি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, প্রতি দিনের মতোই স্কুল থেকে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। তার বাবা রোজ তাকে স্কুল থেকে আনতে যেতেন। কিন্তু গত বৃহস্পতিবার বিশেষ কাজ পড়ে যাওয়ায় মেয়েকে আনতে যেতে পারেননি। সেই সুযোগেই ২২ বছরের এক যুবক ওই নাবালিকাকে টেনে নিয়ে যায় একটি আখের খেতে। সেখানেই তাকে ধর্ষণ করে। এবং ধর্ষণের পর মেয়েটির স্কুলের টাই গলায় পেঁচিয়ে খুন করে। বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে থানায় যান মেয়েটির বাবা। পুলিশ পরে ওই আখের ক্ষেত থেকে নাবালিকার দেহটি খুঁজে পায়। পাশের গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর ওই গ্রামের এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেছেন, “দুষ্কৃতীরা আইনকে ভয় পায় না। তাই পাঁচ থেকে সাত বছরের জেল খাটার পর ফিরে এসে আবার এই একই কাজ করবে না, এটা কেই বা বলতে পারে?” |
প্রেমিক খোঁজো আমার মতো
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
যদি খুঁজতেই হয়, তা হলে যেন ঠিক তাঁর মতো ‘বয়ফ্রেন্ড’ খোঁজার চেষ্টা করে সুহানা। সম্প্রতি শাহরুখ খান এমনই পরামর্শ দিয়েছেন তাঁর তেরো বছরের কিশোরী কন্যা সুহানাকে। পরামর্শ দেওয়ার সময় সুন্দর ভাবে ব্যাখ্যাও করেছেন কী কী বৈশিষ্ট্য তাঁকে যোগ্যতম প্রেমিক করে তুলেছে। তাঁর নিজের বয়ানে, “আমি মানুষটা ভাল, ভালবাসা পাওয়ার উপযুক্ত। একই সঙ্গে আমি ভীষণ ভদ্র, শিক্ষিত এবং যত্নশীল।” তাঁর আরও দাবি, শুধু রাগটা বাদ দিলে সব দিক থেকেই প্রেমিক হিসেবে আদর্শ তিনি। রুপোলি পর্দায় একাধিক রোম্যান্টিক নায়কের চরিত্রে তাঁকে দেখে এ কথা ইতিমধ্যেই অনেকে মেনেছেন। বাস্তবে সুহানা মানে কি না, তা অবশ্য ভবিষ্যৎই বলবে। |
মিলল তথ্য
নিজস্ব সংবাদদাতা • পুণে |
কুসংস্কার বিরোধী আন্দোলনের প্রধান মুখ দাভলকর হত্যার ছ’দিন কেটে গেলেও এখন পর্যন্ত গ্রেফতার হননি কেউ। এরই মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ রবিবার জানালেন, নরেন্দ্র দাভলকর হত্যার কিছু গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছে পুলিশ। কুড়ি তারিখ সকাল বেলার একটি সিসিটিভি ফুটেজ রবিবার প্রকাশ করেছে পুলিশ। গত ২০ অগস্ট প্রার্তভ্রমণে বেরিয়ে খুন হন দাভলকার। যে কুসংস্কারের বিরুদ্ধে মরণপণ লড়াই ছিল তাঁর, মৃত্যুর পর তাঁর সেই স্বপ্নই বাস্তবায়িত হতে চলেছে মহারাষ্ট্রে। কুসংস্কার-রোধী অর্ডিন্যান্সে শনিবার সই করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল। |
পড়শিকে ছুরি
সংবাদসংস্থা • শিলচর |
পড়শিকে ছুরি মেরে জখম করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটে শিলচরের অম্বিকাপট্টিতে। পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে কয়েক মাস আগে থানায় নালিশ জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রতি রাতে চিৎকার করে গালিগালাজ করেন ওই বৃদ্ধ। শনিবার সকালে এক পড়শির বাড়িতে যান অভিযুক্ত। কেন তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে তা জানতে চান। অভিযোগ, আচমকা ছুরি বের করে পড়শিকে আঘাত করেন তিনি। আশপাশের লোকেরা বৃদ্ধকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। |
মহিলাকে ধর্ষণ, আটক পাঁচ
সংবাদসংস্থা • রায়পুর |
২৬ বছরের এক মহিলাকে অপহরণ করে ধর্ষণ করল পাঁচ যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের দুর্গ জেলার পাওয়ার হাউস রেল স্টেশনের কাছে। পুলিশকে মহিলা জানান, অম্বিকাপুর থেকে ফিরছিলেন তিনি। পাওয়ার হাউস স্টেশনের কাছে গাড়ির জন্য অপেক্ষা করার সময় তাঁকে সাহায্য করতে এসেছিলেন এক যুবক। পরে ওই যুবকই একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানেই যুবকটির আরও চার জন বন্ধু দাঁড়িয়েছিল। সেখানে ওই পাঁচ যুবক তাঁর ধর্ষণ করে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মহিলাকে উদ্ধার করেন। তাঁরাই পুলিশকে খবর দিয়ে মহিলাকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। |
জগনের অনশন
নিজস্ব সংবাদদাতা • হায়দরাবাদ |
তেলঙ্গনা গঠনের প্রতিবাদে আমরণ অনশনের ডাক দিলেন ওয়াই এস আর কংগ্রেস পার্টির সভাপতি জগন্মোহন রেড্ডি। চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে তিনি রবিবার সকাল থেকে কিছু খাচ্ছেন না বলে পার্টির তরফ থেকে জানানো হয়েছে। যদিও জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের কাছে রেড্ডির অনশনের কোনও খবর নেই। |
গ্রহাণুর সন্ধান
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দু’টি নতুন গ্রহাণুর সন্ধান পেল দিল্লির চার স্কুলপড়ুয়া। চলতি বছর ‘অল ইন্ডিয়া অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেন’ নামে এক প্রকল্প শুরু হয়। তাতেই একটি দলে ছিল সূর্য চাম্বিয়াল ও গৌরব পতিব। দ্বিতীয় দলে ছিল বালচন্দ্র রাউত এবং আউশ গুপ্ত। তাদের আবিষ্কারকে স্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থাও। |
দুমকায় দুর্ঘটনা
সংবাদসংস্থা • রাঁচি |
দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর জেরে রণক্ষেত্রের চেহারা নিল দুমকার শিকারীপাড়ার পত্তাবাড়ি এলাকা। পুলিশ জানায়, রবিবার ভোরে ট্রাকের ধাক্কায় প্রভাবতী গড়াই (৪২) নামে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হন তাঁর স্বামী এবং এক প্রতিবেশি। এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। পুলিশ জানিয়েছে, ট্রাকটি স্থানীয় একটি পাথর খাদানে যাচ্ছিল। উত্তেজিত জনতা ওই খাদানের ১৩টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। |
|