পুলিশ আঁধারেই
নিজস্ব সংবাদদাতা |
অপহরণকারীরা প্রথমে মুক্তিপণ চেয়েছিল দেড় কোটি টাকা। চার সপ্তাহ পরে কমে তা হয়েছে ১৫ লক্ষ। পুলিশ জানায়, গত ২৭ জুলাই যাদবপুরের আজাদগড়ের বাসিন্দা উজ্জ্বল মজুমদার ও তাঁর সঙ্গী জয় বিশ্বাসকে অসম থেকে অপহরণ করা হয়। অভিযোগ, প্রথমে দেড় কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। তার এক মাস পরে রবিবার ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফের ফোন আসে। ওই যুবকের পরিবারের অভিযোগ, ফোনে অপহরণকারীরা হুমকি দিয়েছে, আজ সোমবারের মধ্যে টাকা না দিলে মেরে ফেলা হবে উজ্জ্বলকে। এ দিন অপহরণকারীরা উজ্জ্বলের সঙ্গে কথা বলান তাঁর পরিবারের সদস্যদের। তবে অপহৃত যুবক কোথায়, সে ব্যাপারে এখনও অন্ধকারে পুলিশ।
পুরনো খবর: দুই যুবক ‘অপহৃত’
|
ফের মন্দিরে লুঠ। পুলিশ জানায়, রবিবার ভোরে লেকটাউনের একটি মন্দিরে পুরোহিতকে বেঁধে টাকা, বিগ্রহের গয়না ও সোনার মুকুট লুঠ করে দুষ্কৃতীরা। মন্দির কমিটির সেক্রেটারি অনিরুদ্ধ কুণ্ডু জানান, পুরোহিত নবরত্ন দাস আরতি করার জন্য দরজা খুলতেই দুষ্কৃতীরা তাঁকে বেঁধে ফেলে। মাসখানেক আগে দমদমের এক কালীমন্দিরেও পুরোহিতকে বেঁধে চুরি করেছিল দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, একটি চক্রই দু’টি ঘটনায় যুক্ত। |