টুকরো খবর
মোবাইল ইন্টারনেট পরিষেবা বাড়াতে জোর এমটিএসের
ব্যবসা বাড়াতে মোবাইন ফোনে কথা বলার চেয়ে ইন্টারনেট পরিষেবাকেই হাতিয়ার করছে টেলিকম পরিষেবা সংস্থাগুলি। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সার্কেলের আরও দশটি শহরে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবার (হাইস্পিড ডেটা বা এইচএসডি) সূচনা করেছে এমটিএস। সংস্থার আশা, এক বছরের মধ্যে তাদের ইন্টারনেট পরিষেবা থেকে প্রাপ্ত ব্যবসা দ্বিগুণ হবে। সংস্থার সিওও (কলকাতা-পশ্চিমবঙ্গ সার্কেল) সন্দীপ মারোয়া সম্প্রতি জানান, কলকাতা-সহ পশ্চিমবঙ্গ সার্কেলের ৩৩টি শহরে এমটিএস-এর এইচএসডি পরিষেবা মেলে। এ বার পুরুলিয়া, কাঁথি, ইসলামপুর, সোনাদা, আলিপুরদুয়ার, জোড়থাং, গেসিং, রাবাংলা, জেইগাঁও ও সিমথাং-এও ওই পরিষাবা মিলবে। মাস দুয়েকের মধ্যে আরও ১৩টি শহরেও ওই পরিষেবা চালু করবেন তাঁরা। আপাতত সংস্থার মোট ব্যবসার ৩০% আসে ইন্টারনেট পরিষেবা থেকে। ব্যবসা বৃদ্ধির কারণ হিসেবে মারোয়ার যুক্তি, প্রায় ৭০% মানুষের কাছে মোবাইল ফোন পৌঁছলেও ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে তা মাত্র এক শতাংশ। এই ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা বিপুল বলে মনে করছেন তাঁরা। সংস্থার আশা, চলতি বছরেই পশ্চিমবঙ্গ সার্কেলে ব্যবসা না-লাভ-না-ক্ষতির পর্যায়ে পৌঁছবে।

পুঁজি নিয়ন্ত্রণ ফেরার আশঙ্কা বাড়াবাড়ি, সমীক্ষা অ্যাসোচ্যামের
ভারতে পুঁজির উপর নিয়ন্ত্রণের পুরনো জমানা ফিরে এল বলে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা বাড়াবাড়ি বলে মন্তব্য করেছে অ্যাসোচ্যাম। বণিকসভাটি তার এক সমীক্ষায় জানিয়েছে, টাকার পতন ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক অতীতের ধাঁচে মূলধন নিয়ন্ত্রণ করবে, এমন ভীতি অমূলক। অ্যাসোচ্যাম জানিয়েছে, এই আতঙ্কের জেরেই বিদেশি লগ্নিকারীরা ভারতের শেয়ার বাজার থেকে মূলধন সরিয়ে নিচ্ছেন বলে আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে। কিন্তু সবটাই মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের নীতির উপর নির্ভরশীল। অ্যাসোচ্যামের সমীক্ষায় এই তথ্য ধরাও পড়েছে। বিদেশিরা উন্নয়নশীল দুনিয়ার অন্যান্য বাজার থেকেও একই ভাবে লগ্নি সরাচ্ছেন। সমীক্ষার ৬১% উত্তরদাতা অবশ্য মনে করেন, রিজার্ভ ব্যাঙ্ক একটু ধৈর্য ধরে বিদেশে ভারতীয় সংস্থার পুঁজি লগ্নি (অয়েল ইন্ডিয়া, ওএনজিসি বিদেশের মতো তেল সংস্থা বাদে), ভারতীয়দের বিদেশে ডলার পাঠানো ইত্যাদির উপর বিধিনিষেধ না-আনলেই ভাল করত। যেমনটা করছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, দক্ষিণ এশিয়া, তুরস্কের মতো দেশ। তা হলে আর এ ধরনের আতঙ্ক ছড়াত না।

ইনফোসিসের ভাইস প্রেসিডেন্ট রোহন মূর্তি
জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন প্রজন্মের অভিষেক ঘটতে চলেছে ইনফোসিসে। নারায়ণ মূর্তির ছেলে রোহন মূর্তিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশের অগ্রণী এই তথ্যপ্রযুক্তি সংস্থাটি। তবে সংস্থার মুখপাত্র জানান, রোহনের নিয়োগটি কোম্পানি বিষয়ক মন্ত্রকের অনুমোদনের অপেক্ষায়। গত জুনেই ফের ইনফোসিসের হাল ধরতে ফিরেছেন নারায়ণ মূর্তি। তখনই নিজের এগ্জিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সঙ্গে এনেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পিএইচডি, ৩০ বছরের রোহনকে। যদিও মূর্তির দাবি ছিল, এই নিয়োগ সাময়িক ও সরাসরি সংস্থার কাজের সঙ্গে যুক্ত নয়। এই ঘোষণার পর সেই দাবির অবসান ঘটল।

মারুতির নয়া গাড়ি
উৎসবের মরসুমের বাজার ধরতে নতুন ছোট গাড়ি ‘ওয়াগন আর স্টিংরে’ আনল মারুতি সুজুকি। নয়াদিল্লিতে ৯৯৮সিসি ইঞ্জিনের পেট্রোল গাড়িটির দাম শুরু হচ্ছে ৪.১০ লক্ষ টাকা থেকে। সাধারণ ওয়াগন আর-এর থেকে প্রায় ২০ হাজার টাকা বেশি। মিলবে তিনটি মডেলে।

গয়না বিপণি
বারাসতে নতুন বিপণি খুলল ভার্চু। মিলবে নানা নকশার সোনার গয়না। ভি গোল্ড ১২৫ ব্র্যান্ডের ২-৫ গ্রামের হালকা গয়নাও মিলবে। দাম শুরু ২,০০০ টাকা থেকে। ভার্চুর বিভিন্ন গয়নার বিমা প্রকল্পও এনেছে সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.