খেলার টুকরো খবর

অরবিন্দ সঙ্ঘ জয়ী
এনইউসিএসসি আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল অরবিন্দ সঙ্ঘ চিত্তরঞ্জন। আয়োজক সংস্থার মাঠে তারা বড়থল একেএসকে ৪-২ গোলে হারায়। খেলার সেরা বিজয়ী দলের সন্তোষ হেমব্রম।
আসানসোলে নেতাজি গোল্ড কাপের একটি দৃশ্য।—নিজস্ব চিত্র।
পুরস্কার বিতরণ করেন প্রাক্তন জাতীয় ফুটবলার সঞ্জয় মাজি। খেলা পরিচালনা করেন অরুণ রায়, সুখেন বন্দ্যোপাধ্যায়। আয়োজক সংস্থার ক্রীড়া সম্পাদক ধীরেন বৈদ্য জানান, প্রতিযোগিতায় আটটি দল যোগ দিয়েছিল।

হারল তানসেন এসি
অশোক ঘোষ, চাপাপ্রভা দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় শনিবারের গ্যামন ব্রিজ মাঠের খেলায় শ্যামপুর উদয় সঙ্ঘ ২-০ গোলে তানসেন এসিকে হারায়। এই মাঠের রবিবারের খেলায় বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ভারতী ভলিবল ক্লাবকে হারায়। বীরভানপুরের হয়ে গোল করেন সুব্রত দে ও পুলক দাস। ভারতীর হয়ে গোল করেন সঞ্জিত বাউড়ি। খেলা পরিচলনা করেন সন্দীপ মুখোপাধ্যায়, মুক্তারাম মণ্ডল ও অশোক মশান।

নকআউট ফুটবল
বারাবনি ব্লক কো অর্ডিনেশন স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে পানুড়িয়া-জামগ্রাম-ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় লিগ কাম নকআউট ফুটবলে রবিবার গৌরান্ডি মাঠে কাপিষ্টা শিবসঙ্ঘ ও মদনতোড় আরএন স্মৃতি সঙ্ঘের খেলায় গোলশূন্য ছিল। শনিবার জামগ্রাম সিসিসি ২-০ গোলে সত্তা হাসিপাহাড়ি আদিবাসী ক্লাবকে হারায়।

জয়ী ছাত্র সঙ্ঘ
চিত্তরঞ্জন জোনাল ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রবিবারের এইচসিএল মাঠের খেলায় বিজয়ী হল ছাত্র সঙ্ঘ। তারা ২-০ গোলে থার্ড সনকে হারায়। শনিবার এই মাঠে ফতেপুর রিক্রিয়েশন ক্লাব ৩-০ গোলে অগ্রনী সঙ্ঘকে হারায়। ওই দিন শ্রীলতা মাঠের খেলায় অরবিন্দ সঙ্ঘ ১-০ গোলে ফিনিক্স ক্লাবকে হারায়।

রানিগঞ্জে ফুটবল
পিএন মালিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল ইস্কো সেল অ্যাকাডেমি। রাজবাড়ি মাঠে তারা মেমারী এফএকে ৩-১ গোলে হারায়। এই মাঠে শনিবারের খেলায় বাঁকুড়া ব্লু স্টার টাইব্রেকারে ৬-৪ গোলে উত্তর চব্বিশ পরগনাকে হারায়।

জয়ী ইস্কো সেল
পিএন মালিয়া স্মৃতি ফুটবলে রবিবার বিজয়ী হল ইস্কো সেল অ্যাকাডেমি। রাজবাড়ি মাঠে তারা মেমারী এফএকে ৩-১ গোলে হারায়। এই মাঠে শনিবারের খেলায় বাঁকুড়া ব্লুস্টার টাইব্রেকারে ৬-৪ গোলে উত্তর চব্বিশ পরগণাকে হারায়।

জিতল সোদপুর
বিইউসি আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবলে রবিবার প্রথম খেলায় সোদপুর এজি চার্চ হাইস্কুল বিউসি মাঠে সুভাষপল্লি বিদ্যানিকেতনকে ১-০ গোলে হারায়। দ্বিতীয় খেলায় মিঠানি উচ্চ বিদ্যালয় ২-১ গোলে ধাদকা এনসি লাহিড়ি বিদ্যালয়কে হারায়।


দুর্গাপুরে সগড়ভাঙায় নৈশ ফুটবল আয়োজিত হল শনিবার।—নিজস্ব চিত্র।


ঢাকেশ্বরীর হার
আসানসোল সব পেয়েছির আসর আয়োজিত স্বপন বুড়ো ও গুরুসদয় দত্ত স্মৃতি আন্তঃবিদ্যালয় ফুটবলে শনিবার জয়ী হল পূর্ব রেল বয়েজ হাইস্কুল। তারা ঢাকেশ্বরী হাইস্কুলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়।

প্রথম ডিভিশন লিগ
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতার রবিবার অআকখ মাঠে আইএন দিশারি সঙ্ঘ ও ডায়মন্ড ক্লাবের খেলা ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়।

হারল আড়াডাঙা
২০তম রাজীব গাঁধী ও ৬তম দেবাশিস ঘটক স্মৃতি ফুটবলে শনিবার জয়ী হল সিআরসি। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা আড়াডাঙা এমবিজিকে ৬-২ গোলে হারায়।

জিতল ধাদকা
সিএমসি আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবলে শনিবার জয়ী হল ধাদকা এনসি লাহিড়ি। মিউনিসিপ্যাল পার্ক মাঠে তারা আসানসোল চেলিডাঙা হাইস্কুলকে ৫-৩ গোলে হারায়।

দিশারির জয়
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতায় শনিবার লাল ময়দানে আইএন দিশারী সঙ্ঘ ২-১ গোলে দুর্গাপুর অগ্রণী সঙ্ঘকে হারায়।

নবসূর্য হারল
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় শনিবার অআকখ মাঠে পলাশডিহা আদিবাসী সিসি ৪-০ গোলে নবসূর্য এসসিসিকে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.