উত্তর লেবাননের ত্রিপোলি শহরের দু’টি মসজিদে বোমা বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে ৪২ জন। আহতের সংখ্যা শতাধিক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ত্রিপোলির আল-তাওয়াক মসজিদে তখন নমাজ পাঠের ব্যস্ততা। এই আল-তাওয়াক মসজিদেই প্রথম বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরক রাখা ছিল মসজিদেই। নিহত হন ১৪ জন। সেই বিস্ফোরণের কয়েক সেকেন্ড পরেই দ্বিতীয় গাড়িবোমা বিস্ফোরণ ঘটে আল-সালাম মসজিদে। তাতেই নিহত হন আরও ২৮ জন। প্রত্যক্ষদর্শী সমীর জাদুল বলেন, “তখনও নমাজ পড়া শেষ হয়নি। হঠাৎ শুনলাম বোমা বিস্ফোরণের শব্দ। চারদিকে ধোঁয়া। কিছুই ঠিক করে দেখা যাচ্ছিল না। তার পর ধোঁয়া কিছুটা কমলে দেখলাম চারদিকে মৃতদেহের স্তূপ।” |
সূত্রের খবর, বিস্ফোরণের সময় তাওয়াক মসজিদের বাইরে এক জঙ্গি এ কে ৪৭ থেকে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশ ঘটনাস্থলের দিকে এগোলে তাদের উদ্দেশে ইট ছোড়ে এক দল জঙ্গি। এক সপ্তাহ আগেই রাজধানী বেইরুট থেকে ৭০ কিলোমিটার ভিতরে একটি মসজিদে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৪ জনের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান-কি-মুন লেবাননবাসীর উদ্দেশে বলেছেন, “দেশের নিরাপত্তাবাহিনীর উপর ভরসা রাখুন। জঙ্গিদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হোন।” |