স্বামীর দ্বিতীয় স্ত্রী’কে ছুরি
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
দ্বিতীয় বিয়ে করা স্বামীকে উপর ক্ষোভে স্বামীর দ্বিতীয় স্ত্রীকেই ছুরি মারার অভিযোগ উঠল প্রথম স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার কুমারগ্রাম থানার চড়কতলা এলাকায়। ছুরি মারার অপরাধে অনিতা দেবনাথ, বীণা দেবনাথ ও সরস্বতী দেবনাথকে কুমারগ্রাম থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনই কামাখ্যাগুড়ির চড়কতলার বাসিন্দা নন্দ দেবনাথ পাড়ারই এক স্বামী পরিত্যক্তা সঞ্চিতা সরকারকে কোচবিহারে নিয়ে গিয়ে মদনমোহন মন্দিরে বিয়ে করেন। বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন নতুন বউকে। তখন বাধা দেন তাঁর প্রথম স্ত্রী অনিতাদেবী। সেখানে উপস্থিত ছিলেন তাঁর দিদি বীণাদেবী ও বৌদি সরস্বতী দেবীও। তাঁদের সহ্গে নন্দবাবুর ও সঞ্চিতাদেবীর বাদানুবাদ হয়। তার মাঝেই সঞ্চিতাদেবীর পেটে সবজি কাটার ছুরি ঢুকিয়ে দেন অনিতাদেবী বলে জানা গেয়েছে। প্রথমে তাঁকে কামাখ্যাগুড়ি ব্লক হাসপাতালে এবং পরে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নন্দবাবুর একটি ছ’বছরের একটি ছেলেও রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। |
শ্রমিক বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
১৫ দিন ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকার পর বিদ্যুত বন্টন দফতরে গিয়ে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকেরা। মেটেলি ব্লকের সোনগাছি চা বাগানের নেওড়া লাইনের প্রায় শতাধিক পরিবার গত দুসপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুতহীন অবস্থায় রয়েছেন। বিকল ট্রান্সফর্মার সারাই-এর দাবিতে শুক্রবার মালবাজার বিদ্যুৎ বন্টন দফতরের অফিসে বিক্ষোভ দেখান বাগানের শ্রমিকরা। কংগ্রেস প্রভাবিত চা শ্রমিক সংগঠন এনইউপিডব্লুর সদস্যরাও শ্রমিকদের বিক্ষোভকে সমর্থন করে। সংগঠনের নেতা পুলিন গোলদার বিক্ষোভে উপস্থিত ছিলেন। মালবাজারের বিদ্যুৎ বন্টন দফতরের আধিকারিক দীপক সামন্ত দ্রুত পরিস্থিত স্বাভাবিকের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। |
দুর্নীতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সাংবাদিক বৈঠকে বিদায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূল নেতা জহর মজুমদার। শুক্রবার তিনি বলেন, “মাতৃসদনে প্রায় ২৪ লক্ষ টাকা দিয়ে আল্ট্রা সোনোগ্রাফি মেশিন কেনায় দুর্নীতি হয়েছে। টাকা অনুমোদনের আগে কোটেশন নেওয়া হয়। ওই মেশিন কেনার জন্য পরে সাংসদ তহবিলের টাকা মঞ্জুর হয়। তার পরে তা বোর্ড অব কাউন্সিলে পাশ করান পুরসভার চেয়ারম্যান।” বিদায়ী চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “কাউন্সিলরদের মত নিয়ে কাজ করা হয়েছে। এখন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।” |
কলেজে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
টিএমসিপি ও এসএফআইয়ের সমর্থকদের মারপিটের ঘটনা ঘটল। আলিপুরদুয়ার কলেজে শুক্রবার দুপুরে এসএফআই সমর্থক তৃণমূল সমর্থককে মারধর করেন বলে অভিযোগ। অধ্যক্ষ সুব্রত পঞ্চানন জানান, দুপুরে কলেজে ছাত্রদের মধ্যে ঝগড়া হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না। |
ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেলে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ির বগরিহাট এলাকায়। মৃত ছাত্রের নাম শম্ভু রায় (১৯)। তিনি ময়নাগুড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি পানবাড়ি গ্রামে। বগরিহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায়। |
ডাকাতির জন্য জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে ধূপগুড়ি থানা এলাকার ঝুমুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় ওই ছ’জনকে। |
সেন্ট জোসেফ স্কুলের পড়ুয়ারা। (পাশে) ডন বসকো স্কুলের অনুষ্ঠান। ছবি: সুমন রায়চৌধুরী। |
বসকো ফেস্টে অন্যতম সেরার শিরোপা পেল শিলিগুড়ির সেন্ট জোসেফ স্কুল। গত ১৭ অগস্ট ডন বসকো স্কুলের শিলিগুড়ি শাখার বার্ষিক অনুষ্ঠান ‘বসকো ফেস্ট’ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিযোগিতামুলক অনুষ্ঠানও হয়েছে। ২৯টি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। ১২টি স্কুল অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারী স্কুলগুলির প্রতিযোগিতার ফলের নিরিখে ৫টি স্কুলকে সেরার শিরোপা দেওয়া হয়েছে। স্কুলগুলি হল, মাটিগাড়া সেন্ট জোসেফস হাই স্কুল, ডনবস্কো হাই স্কুল, দিল্লি পাবলিক স্কুল, নির্মলা কনভেন্ট, জার্মেলস অ্যাকাডেমি। মাটিগাড়া সেন্ট জোসেফ স্কুলের পড়ুয়ারা ৮টি বিভাগে প্রথম এবং ১১টি বিভাগে দ্বিতীয় পুরস্কার পেয়েছে বলে জানা গিয়েছে। |