পুস্তক পরিচয় ৩...
সম্পাদিত সংস্করণ জরুরি
তস্য শোচনা নাস্তি। বলেন প্রাজ্ঞজনে। কিন্তু কখনও কখনও বিগতের জন্য এক প্রবল আক্ষেপের জন্ম দেয় বর্তমান। যেমন দিয়াছে রম্যাণি বীক্ষ্য। সুবোধকুমার চক্রবর্তীর এই স্মরণীয় ভ্রমণকাহিনিটির কথা আজ হয়তো অনেকেই বিস্মৃত হইয়াছেন। বাঙালির ভ্রমণের পরিকল্পনা ও রীতি আজ অনেকটাই পরিবর্তিত। কিন্তু পর্ব থেকে পর্বান্তরে রম্যাণি বীক্ষ্য বাঙালি পাঠকের জন্য একদা যাহা হাজির করিয়াছিল তাহা কোনওমতেই বিস্মরণের যোগ্য নহে। সপ্তদশ পর্বে বিভক্ত এই ভ্রমণকাহিনি ছিল সুখপাঠ্য, তথ্যসমৃদ্ধ। কোনও কোনও ক্ষেত্রে লেখকের ব্যক্তিগত মতামত হয়ত পুরাতনপন্থী ছিল। যেমন উৎকল পর্বে মন্দিরগাত্রের মিথুনমূর্তিগুলি সম্পর্কে তাঁহার ‘অশ্লীল’ অভিধা। কিন্তু লেখকের ব্যক্তিত্ব সেই গ্রন্থগুলিতে প্রকাশমান হইত। কেবল পথের বিবরণ আর বহু ব্যবহার করা উপমায় আবেগের প্রকাশ নহে, পথিকের সঙ্গী হইয়া উঠিতে পারিয়াছিল রম্যাণি বীক্ষ্য। অধুনা তাহা খণ্ডিত এবং পরিবর্তিত, পুরাতন প্রচ্ছদগুলিকে বর্তমানের যান্ত্রিকতায় ভাসাইয়া দেওয়া হইয়াছে। নান্দনিকতার আর কিছুমাত্র অবশিষ্ট নাই। উপরন্তু ভ্রমণকারীর সহায়ক প্রয়োজনীয় তথ্যদির অভাবে সমৃদ্ধ রচনাটিও আকর্ষক হইতেছে না। এমতাবস্থায় গ্রন্থটির সব কয়টি খণ্ডের সম্পাদিত, সটীক, সুশোভন সংস্করণ প্রকাশ করা উচিত। সঙ্গে উৎকল পর্বের দুর্লভ পুরাতন সংস্করণের প্রচ্ছদ, যাহা প্রমাণ করিবে যুগের সহিত তাল মিলাইলেই সুশোভনতা অর্জিত হয় না।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.