|
|
|
|
|
|
|
নানা রকম... |
|
নির্ভেজাল কমেডি
চন্দন সেনের আরও একটি সাফল্য |
|
থিয়েটার নিয়ে কেটে গেল তিপ্পান্নটি বছর। ‘হযবরল’ থেমে থাকেনি। সম্প্রতি চন্দন সেনের ‘ভামকীর্তন’ ভাল লাগা নাটকের আরও একটি নতুন সংযোজন বলা যায়। নাটক ও নির্দেশনা দু’টোই যখন চন্দনের, তখন বাড়তি কৌতূহল থেকেই যায়। ষাট বা সত্তর দশকে একের পর এক প্রযোজনায় যাঁরা রবিবারের ভাতঘুম ভাঙিয়ে দর্শকদের মঞ্চমুখো করতে পেরেছিলেন তার মধ্যে চন্দনও আছেন। এই নাটকটি ঘিরে যে হাস্যরস তৈরি হয়েছে তাকে ষোলো আনা কমেডি বললেও কম কিছু বলা হয় না, বা বলা যায়, আধুনিক সময়ের এক রূপকথাও। কী আছে এই নাটকে? শুরু থেকেই বিভিন্ন চরিত্র সমাগমে অসাধারণ সংলাপ শোনা। লোকশিল্পের ছোঁয়ায় যা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। মুর্শিদাবাদের এক প্রাক্তন জমিদার ভাসান আলি মণ্ডল। যাঁর শখ বহু বিবাহের। একটি বা দু’টি নয়, উনিশটি বিয়ের পরে আবার পা বাড়ালেন আরও একটি বিবাহের আশায়। ঘটক যখন সুন্দরী কিশোরী তিতলির খবর নিয়ে আসেন তখনই তিনি সম্মতি দিয়ে দেন। পাত্রী দেখে চক্ষু চড়কগাছ। তিনি তিতলিকে আরও পরিপূর্ণ ভাবে পেতে চান। সেই শুরু। নাটকের গতিও বাড়তে থাকে। নানা ঘটনা। নানা দুর্ঘটনা। প্রতি পলকে দমফাটা হাসি। ভামের চরিত্রে সুভাষ মৈত্র অসাধারণ অভিনয় করেছেন। পার্থ চৌধুরী, রাজা দে সরকার, তপন বিশ্বাস, শংকরী মজুমদার, বিন্দিয়া ঘোষ, সোহিনী বন্দ্যোপাধ্যায়, সুমন পাল মন্দ নয়। মঞ্চে রণজিৎ চক্রবর্তী। নাটক শেষে বলতেই হয়, নাট্যকার দেড়শো বছর আগেকার সেই সময়কে বর্তমানের সঙ্গে সুন্দর ভাবে মিলিয়ে দিয়েছেন। সেটাই যে তাঁর কেরামতি।
|
এক সন্ধ্যায় শুধুই আবৃত্তি |
একটি সন্ধ্যা। শুধুই আবৃত্তির জন্য। সম্প্রতি বাচিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এ দিন শোনালেন এক গুচ্ছ কবিতা। তাঁর চয়নে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা। আধুনিক কবিতাও বাদ যায়নি। শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী এমনকী অজিত দত্তের বেশ কিছু কবিতায় শিল্পীর দক্ষতা প্রশংসনীয়। তবে এ দিনের সেরা পাঠ অবশ্যই বুদ্ধদেব বসুর ‘চিল্কায় সকাল’। সুজয়ের অনুষ্ঠানে বেশ অভিনবত্বও থাকে। যেমন মঞ্চে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ছোট নাটক পাঠ অন্য মাত্রা এনে দিয়েছিল। অজিতেশের নাটক নির্বাচনটি অবশ্যই ভাল লেগেছে শ্রোতাদের।
অনুষ্ঠানের সঙ্গে মঞ্চসজ্জারও একটা বড় ভূমিকা থাকে। সে দিক থেকে উদ্যোক্তারা বাড়তি প্রশংসা পেয়ে যাবেন। পোশাক পরিকল্পনাও ছিল বেশ অভিনব। |
|
|
|
|
|