|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
লাদাখের একটি চেনা নিসর্গ |
মৃণাল ঘোষ |
আলোকচিত্র ও চিত্রকলার যুগলবন্দি প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে পুত্র ও পিতা দুই শিল্পী অনিন্দ্য ও বাদল পাল। মূল বিষয় লাদাখের নিসর্গ ও মানুষ। তরুণ অনিন্দ্য ক্যামেরায় ছবি তুলেছেন। লাদাখ অঞ্চলের হিমালয়ের নিসর্গকে কল্পনাঋদ্ধ ভাবে তিনি আলোকচিত্রে রূপায়িত করেছেন।
ওই অঞ্চলের মানুষের কিছু মুখাবয়বের ছবিও রয়েছে প্রদর্শনীতে। বাদল পাল জলরঙের নিসর্গের এক জন দক্ষ শিল্পী। জলরঙে তিনি হিমালয়ের নিসর্গ এঁকেছেন। মানুষের মুখও এঁকেছেন। হিমালয় ছাড়া তাঁর করা কিছু সমতলভূমির নিসর্গও ছিল প্রদর্শনীতে। |
|
প্রদর্শনী
চলছে
অ্যাকাডেমি: মনোজ গুহ, অরূপ ঘোষ প্রমুখ কাল শেষ।
অ্যাকাডেমি: সৈয়দ আজহার কাল শেষ। শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ২৮ পর্যন্ত।
তাজ বেঙ্গল: ‘ফ্রিডম, ২০১৩’ ৩১ অগস্ট পর্যন্ত। গোপীনাথ সাহা কাল শেষ।
বিড়লা অ্যাকাডেমি: সবিতা ধর এবং সৌমেন্দ্র আকুলি কাল শেষ।
গ্যালারি গোল্ড: বাপ্পা, মেহতাব প্রমুখ ২৮ অগস্ট পর্যন্ত। |
|
|
|
|
|