পেট্রোপণ্যের ব্যাপারে তেহরানের উপর থেকে নির্ভরশীলতা কমাতে দীর্ঘ ৩৫ বছর পর বাগদাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠক করল নয়াদিল্লি। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে মনমোহন সিংহের বৈঠকের পরে আজ যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতেই স্পষ্ট, শক্তি ক্ষেত্রে সহযোগিতার নতুন রাস্তা খুলতে সক্রিয় সাউথ ব্লক। এ দিন শক্তি, রেল ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চুক্তি হয়েছে দু’দেশের মধ্যে। |
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে মনমোহন সিংহ। শুক্রবার নয়াদিল্লিতে। ছবি: রয়টার্স। |
ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সে দেশ থেকে তেল আমদানি এবং তার দাম মেটানো ক্রমশ জটিল হয়ে উঠেছে ভারতের পক্ষে। কৌশলগত কারণেও তেহরানের পাশে থাকাটা ক্রমশ অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে। যা নিয়ে আমেরিকার সঙ্গে টানাপোড়েন চলছে ভারতের। এই অবস্থায় ইরানের উপর নির্ভরতা কমানো ভারত-মার্কিন সম্পর্কের উন্নতির ক্ষেত্রে জরুরি নয়াদিল্লির কাছে। মালিকির সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী মনমোহন বলেছেন, “ভারত-ইরাক বাণিজ্য সম্পর্ককে কৌশলগত সম্পর্কে পরিণত করার ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। এ জন্য পেট্রোপণ্য, ওষুধ, তেল উত্তোলনের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গড়ে তুলতে হবে।” |