পুরসভার সহযোগিতায় বৃহস্পতিবার একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করল কাটোয়া মহকুমা প্রেস ক্লাব। কাটোয়া পুরসভার ‘আশ্রয়’ ভবনে শিবিরটির উদ্বোধন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরেশচন্দ্র রানো। মহকুমা প্রেস ক্লাব সূত্রে জানা যায়, ৫০৮ জন রোগীর স্বাস্থ্যপরীক্ষা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মতো স্বাস্থ্যশিবির থেকেই বিসিডিএ-র কাটোয়া শাখা রোগীদের হাতে বিনামূল্যে ওষুধ দেয়। এ ছাড়াও পুরসভার সহযোগিতায় রোগীদের প্যাথলজি পরিষেবা দেওয়া হয়। শিবিরে ছিলেন মহকুমাশাসর আর অর্জুন, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পুরপ্রধান শুভ্রা রায় প্রমুখ।
|
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল কোচবিহার এমজেএন হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সমীর সরকার (৬৭)। বাড়ি কোচবিহারে। এ দিন ভোরে বুকে ব্যথা ও বমি জনিত অসুস্থতা নিয়ে পরিজনেরা তাঁকে হাসপাতালে ভর্তি করান। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। ঘটনা জানাজানি হতে আত্মীয়রা চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলায় উত্তেজনা ছড়ায়। এক চিকিৎসককেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। হাসপাতালের সুপার জয়দেব বর্মন বলেন, “মৃতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি পুরো বিষয়টির তদন্ত হচ্ছে।”
|
ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে আসানসোল পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের রেকিট অ্যান্ড কোলম্যান কলোনিতে ছড়িয়েছে এই রোগ। ৯ জন রোগীকে ভর্তি করা হয়েছে আসানসোল মহকুমা হাসপাতালে। আসানসোল পুরসভার চিকিৎসা আধিকারিক অজয় সেন জানান, পুরসভার উদ্যোগে এলাকায় ওষুধ দেওয়া হয়েছে। পর্যাপ্ত সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে।
|
সঙ্গে কোনও রোগী ছিল না। অথচ বুধবার রাত ৯টা নাগাদ এক যুবক স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ঢুকে ‘চিকিত্সক কোথায়’ জানতে চেয়ে নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীদের গালিগালাজ করে। টেবিল উল্টে দেয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার প্রায় দেড় ঘণ্টা কর্মবিরতি পালন করলেন চিকিত্সক, নার্স ও কর্মীরা। ঘটনাটি ঘটেছে মুরারই ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। |