টুকরো খবর |
নির্দলদের সমর্থন কেন, প্রশ্ন বামফ্রন্টে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিদ্ধান্ত ছিল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে ফ্রন্টপ্রার্থীরা কোনও অবস্থাতেই বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের সমর্থন করবে না। কিন্তু, শালবনির বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতে অন্য ঘটনা ঘটল। বাম সদস্যদের সমর্থন নিয়ে ওই পঞ্চায়েতের ক্ষমতা দখল করল নির্দল সদস্যরা। যাঁরা এলাকায় বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বলেই পরিচিত। গত সোমবার বাঁকিবাধ গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। ওই পঞ্চায়েতের সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে তৃণমূলের ৭, সিপিএমের এক, সিপিআইয়ের এক এবং নির্দল ৬ জন। প্রধান নির্বাচিত হয়েছেন সৈয়দ আফজল হোসেন। উপ-প্রধান নির্বাচিত হয়েছেন বুলু সিংহ। দু’জনই এলাকায় বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বলেই পরিচিত। কেন বোর্ড গঠনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্দল প্রার্থীদের সমর্থন করা হল এই প্রশ্ন উঠেছে সিপিআইয়ের অন্দরেই। দলের জেলা সম্পাদক সন্তোষ রাণা অবশ্য বলেন, “নির্দল প্রার্থীরা লিখিত ভাবেই জানিয়েছেন তাঁরা গণতণন্ত্র রক্ষায় কাজ করবেন এবং আগামী পাঁচ বছরে তৃণমূলে যোগ দেবেন না। তাই বোর্ড গঠনে তাঁদের করা হয়েছে।”
|
গোপ কলেজের জন্মদিন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষা কৃষ্ণা মাইতি রাখি পরিয়ে দিলেন শিল্পী শুভাপ্রসন্নকে। —নিজস্ব চিত্র। |
রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল বৃহস্পতিবার। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, মহিলা মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অন্তরা ভট্টাচার্য, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা কৃষ্ণা মাইতি প্রমুখ। এ দিন শুরুতে মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলন হয়। তারপর একে একে বিভিন্ন কর্মসূচি হয়। একটি জলপ্রকল্পের উদ্বোধন হয়। বিধায়ক তহবিলের বরাদ্দ অর্থে প্রকল্পের কাজ হয়েছে। প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠান শেষ হবে কাল, শনিবার। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, সাংসদ শুভেন্দু অধিকারী প্রমুখের।
|
পাম্পে ঢুকে ডাকাতির চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পেট্রোল পাম্পে এসে তিনটি মোবাইল নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। বুধবার রাতে ঘটনাটি ঘটে খড়্গপুর লোকালের খেমাশুলিতে। পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশে এসেছিল দুষ্কৃতীরা। দলে ৪ জন যুবক ছিল। সাইরেন বেজে ওঠায় দুস্কৃতীরা সাবধান হয়ে যায়। বুঝতে পারে, পালাতে না পারলে ধরা পড়ে যাবে। রাতে পাম্পের পাশে জাতীয় সড়কে পুলিশি নজরদারি ছিল। সাইরেনের শব্দ পেয়ে পুলিশের গাড়ি আসে। তা দেখে তিনটি মোবাইল নিয়ে পাশের জঙ্গলের দিকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। যুবকদের খোঁজে তল্লাশি চলছে।
|
নথিপত্র নেই, লরি থেকে গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গাঁজা রয়েছে, এই সন্দেহে ডেবরার কাছে ৬ নম্বর জাতীয় সড়কে একটি লরি আটক করেছিল পুলিশ। পরে দেখা যায়, গাঁজা নয়, লরিতে প্রচুর চা রয়েছে। কিন্তু, বৈধ কাগজপত্র নেই। বৈধ কাগজপত্র না থাকায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। ওই লরিটি খড়্গপুরের দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। চা কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল, তদন্তে সে সব খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
শহরে ব্যাডমিন্টন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এলআইসি কর্মীদের দু’দিন ব্যাপী পূর্বাঞ্চলীয় জোনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হল বুধবার। মেদিনীপুরের স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমিতে এ দিন সকালে প্রতিযোগিতার সূচনা করেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার গৌতম বন্দ্যোপাধ্যায়। পূর্বাঞ্চলের মোট ১১টি ডিভিশনের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। খেলা চলবে আজ, শুক্রবার পর্যন্ত।
|
স্কুলের অনুষ্ঠান |
বিদ্যাসাগর বিদ্যাপীঠের (বালক) ১৬৯ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল বৃহস্পতিবার। এই উপলক্ষে সকালে পদযাত্রা বেরোয়। বার্ষিক অনুষ্ঠান হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। |
|