পর পর দু’দিনে তিনটি পৃথক দুর্ঘটনায় হাওড়ায় মৃত্যু হল ছ’জনের।
বৃহস্পতিবার সকালে গরু বোঝাই একটি ছোট লরি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মুড়িপুকুর থেকে মুম্বই রোড ধরে উত্তর ২৪ পরগনার বাগজোলায় যাচ্ছিল। উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া মোড়ে বাঁ দিকের সামনের চাকা ফেটে যাওয়ায় লরিটি উল্টে যায়। লরিতে ছিলেন ১৩ জন। ঘটনাস্থলেই ইদ্রিশ আলি (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়। লরিটি উল্টে যাওয়ার সময়ে তার তলায় চাপা পড়ে মারা যান শঙ্কর মাজি (৫০) নামে এক পথচারীও। লরির সাত যাত্রীকে আহত অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়। ইদ্রিশ আলি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এবং শঙ্করবাবু হাওড়ার শ্যামপুরের বাসিন্দা ছিলেন বলে পুলিশ জানায়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বাগনান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইন টপকে ২ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময়ে ডাউন খড়্গপুর লোকালের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাউড়িয়ার বাসিন্দা রিনা কয়াল (৪০)। জখম হন দুই মহিলা। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দিকে, বুধবার ভোরে বাগনানের কাছে চন্দ্রপুরে মুম্বই রোডে দাঁড়িয়ে থাকা ট্রেলারে পাথর বোঝাই ট্রাক ধাক্কা মারায় মৃত্যু হয় তিন জনের। পুলিশ জানায়, মৃতদের নাম মনসুর আনসারি (৩৬), মইউদ্দিন আনসারি (২৭) এবং শাহাবাজ আনসারি (২১)। প্রত্যেকেরই বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। মনসুরই ট্রাকটি চালাচ্ছিলেন। জখম হন এক জন। |