পুলিশি ‘জুলুমের’ প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ঘণ্টাখানেক এজেসি বসু রোড অবরোধ করলেন মল্লিকবাজারের গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ীরা। পুলিশ জানায়, ওই এলাকার নিউ রোড বাইলেনে এ দিন একটি দোকানের সামনে ট্রাক থেকে গাড়ির যন্ত্রাংশ নামানো হচ্ছিল। ‘পার্কিং জোন’ না থাকার অভিযোগে কর্তব্যরত পুলিশকর্মী ট্রাকটি আটকে জরিমানা করেন। এর প্রতিবাদেই অবরোধ। মল্লিকবাজার মোটর ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হরিপ্রসাদ গুপ্ত বলেন, “পুলিশ আমাদের সমস্যা নিয়ে আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নিই।” বিকেলে ক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন কলকাতা পুলিশের ট্রাফিক কর্তারা। ডিসি (ট্রাফিক) দিলীপ আদক বলেন, “সমস্যার কথা শুনেছি। ওঁদের সহযোগিতার আশ্বাস দিয়েছি।” এ দিনই সকালে বিজন সেতুর উপর গাড়িতে-গাড়িতে ধাক্কা লেগে রুবি এবং গড়িয়াহাট পর্যন্ত প্রায় ঘণ্টা দেড়েক যানজট হয়। প্রতক্ষ্যদর্শীরা জানান, একটি খাদ্য প্রস্তুতকারক সংস্থার গাড়ি একটি গাড়িকে ধাক্কা মারে, সেটি গিয়ে ধাক্কা মারে অন্য একটি গাড়িকে। কেউ হতাহত হননি। খাদ্য প্রস্তুতকারক সংস্থার গাড়িটি পালিয়ে যায়। তার চালকের খোঁজ চলছে।
|
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন দুই যুবক। বুধবার, পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে। ধৃতরা রজার ম্যাগুয়ার ও ফ্রেডেরিক নারুলা ওরফে ল্যারি। পুলিশ জানায়, তিলজলা থানা এলাকার বাসিন্দা রেস্তোরাঁ কর্মী রজারের সঙ্গে ওই তরুণীর আগে পরিচয় ছিল। তরুণীর অভিযোগ, ওই সন্ধ্যায় পার্ক স্ট্রিটের এক পানশালার সামনে রজার ও ল্যারি তাঁর জন্য অপেক্ষা করছিলেন। রজার তাঁকে রাস্তায় জোর করে দাঁড় করিয়ে বিয়ের প্রস্তাব দেন। রাজি না হলে হাত টেনে আটকে রাখেন তাঁরা। বেগতিক বুঝে তরুণী কর্তব্যরত সার্জেন্টের সাহায্য চান। সার্জেন্ট তাঁদের পার্ক স্ট্রিট থানায় নিয়ে গেলে তরুণী শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে তাঁদের ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়।
|
কলকাতায় এক কোটি টাকা পর্যন্ত মূল্যের সম্পত্তি নিয়ে বিবাদের মামলা এ বার নগর দায়রা আদালতেই করা যাবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর এক বৈঠকে স্থির হয়েছে, বিধানসভার আগামী অধিবেশনে সরকার এই মর্মে বিল আনবে। এত দিন ২০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের সম্পত্তি সংক্রান্ত মামলা করা যেত ওই আদালতে। তার বেশি দামের সম্পত্তির মামলা হতো কলকাতা হাইকোর্টে। নিম্ন আদালতে বেশির ভাগ সম্পত্তি মামলা সরানোর উদ্যোগের প্রতিবাদে হাইকোর্টের বার লাইব্রেরি ও হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আজ, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে। আইনজীবীদের একাংশের অবশ্য কর্মবিরতিতে সায় নেই। সাধারণ মানুষের স্বার্থে নিম্ন আদালতে এই ধরনের মামলা সরানোর ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী অনড় বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর। তবে কেউ চাইলে হাইকোর্টেই মামলা করতে পারেন। সেই সংস্থান থাকছেই।
|
কসবার ব্যবসায়ী মনোজ দাসকে অপহরণের অভিযোগে তাঁরই সংস্থার কর্মী রফিকুল ইসলামকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে মুর্শিদাবাদেই মনোজ এবং তাঁর সঙ্গী ঝন্টু মণ্ডলের খোঁজ মেলে। বৃহস্পতিবার তিন জনকে কলকাতায় আনা হয়। পুলিশি সূত্রের খবর, মনোজের লগ্নি সংস্থার এজেন্ট ছিল রফিকুল। মনোজের কাছে কিছু টাকা পেত সে। ১২ অগস্ট মুর্শিদাবাদে একটি জমি বেচে পাঁচ লক্ষ টাকা পান মনোজ। অভিযোগ, রফিকুল জোর করে সেই টাকা হাতিয়ে নিয়ে মনোজ ও ঝন্টুকে লালগোলার কেডিয়াপাড়ার একটি বাড়িতে আটকে রাখে এবং আরও টাকা দাবি করে। ১৪ অগস্ট মনোজ স্ত্রীকে ফোনে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। লেক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ীর স্ত্রী। মোবাইলের সূত্র ধরে মুর্শিদাবাদে গিয়ে রফিকুলকে পাকড়াও করে লেক থানার পুলিশ।
|
চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম বিমলাদেবী কুলটিয়া (৬০)। তিনি ওই এলাকারই বাসিন্দা। বৃহস্পতিবার সকালে রাস্তা পেরোনোর সময় একটি গাড়ি ধাক্কা মারে বিমলাদেবীকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ি-সহ চালক পলাতক। |