টুকরো খবর
তৃণমূলের দ্বন্দ্ব জামুড়িয়ায়
জামুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। বৃহস্পতিবার পরাশিয়া পঞ্চায়েতের জয়ী তৃণমূল সদস্য সান্তনা বাউড়ি স্থানীয় কেন্দা ফাঁড়িতে জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পরাশিয়া এলাকার জয়ী তৃণমূল প্রার্থী উদীপ সিংহ ও স্থানীয় তৃণমূল নেতা অনিল সিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সান্তনাদেবীর অভিযোগ, বুধবার রাতে তার বাড়িতে গিয়ে হামলা করেছে অভিযুক্তরা। পরাশিয়া পঞ্চায়েতে সন্তোষ বাউড়িকে প্রধান হিসেবে সমর্থনের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর। যদিও উদীপ সিংহ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

মিড-ডে মিলের জিনিসপত্র চুরি
স্কুলের তালা ভেঙে মিড ডে মিলের বাসনপত্র ও রান্নার সামগ্রী চুরি করে নেওয়ার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। ধৃতের নাম আব্দুল মজিদ। তাকে তার বাড়ি থেকেই ধরা হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ অগস্ট রাতে কুলটি থানার ওয়েস্ট ভিক্টোরিয়া ফ্রি প্রাইমারি স্কুলের তালা ভেঙে চুরি হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ধৃতের বাড়ি থেকে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্কুলে জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। জামুড়িয়ার বোরিংডাঙা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তৃণমূল ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেয়নি বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের জামুড়িয়া ১ ব্লক সভাপতি পূর্ণশশী রায় জানান, সিপিএমের পায়ের তলার মাটি যে ক্রমাগত সরে যাচ্ছে তা আবার প্রমাণ হল।

শ্রমিকদের কর্মশালা
অসংগঠিত শিল্প শ্রমিকদের বিভিন্ন অধিকার সংক্রান্ত বিষয়ক দু’দিনের কর্মশালা শেষ হল বুধবার। কর্মশালাটি হয় আসানসোলে। যৌথ আয়োজক ছিল ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অব ওয়ার্কার্স এডুকেশন ও বাস ওয়ার্কার্স ইউনিয়ন। যোগ দিয়েছিল প্রায় ৪০ জন অসংগঠিত শিল্প শ্রমিক। উদ্বোধনে ছিলেন আসানসোলের ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়।

গয়না চুরি
পালিশ করার নাম করে প্রায় দু’ভরি সোনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের নবগ্রামের ঘটনা। বাড়ির মালিক শোভা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সকালে একটি বাইকে দুই যুবক তাঁর বাড়িতে আসে। তারা গয়না পালিশ করার কথা বললে তিনিও সোনার গয়না দিয়ে দেন। পরে শোভাদেবীকে জল আনতে বলে গয়না-সহ বাইক নিয়ে ওই দুই যুবক পালায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশি হেফাজত
সারদা-কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও অরবিন্দ চৌহানকে চার দিন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে হাজির করানো হয় তাঁদের।

অশালীন আচরণে ধৃত
এক কিশোরীর সঙ্গে অশালীন আচরনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হিরাপুর থানার পুলিশ। ধৃতের নাম সমীর দত্ত বলে জানিয়েছে পুলিশ। তাকে বার্নপুরের রেল কলোনি থেকে বুধবার রাতে গ্রেফতার করেছে।

পঙক্তিভোজ
রাখি উপলক্ষে বৃহস্পতিবার পঙক্তিভোজের আয়োজন করল মহাবীর সঙ্ঘ সেবা সমিতি। ছিলেন আসালসোলের ডেপুটি মেয়র অমর চট্টোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.