আধুনিক রকবাজি
ড্ডাবাজ বাঙালির পাড়ায় পাড়ায় রকবাজি এক সময় খুব সাধারণ ব্যাপার ছিল।
কলেজ থেকে বিকেলে ফেরার পর, বাবুদার সঙ্গে দেখা করার একটাই জায়গা ছিল। সেজো মাসির বাড়ির সামনের রক। মশার কামড় খেতে খেতে বিকেল গড়িয়ে রাত অবধি ইস্টবেঙ্গল-মোহনবাগান, উত্তমকুমার-সৌমিত্র কত বাকযুদ্ধই হত। যত ক্ষণ না মাসি কান ধরে সব ক’টাকে বাড়ি পাঠাচ্ছে তত ক্ষণ! আহা। তখন যদি গুগল প্লাস হ্যাংআউটস্ থাকত!
অফিসের পর রুনুদাকে পাওয়া যেত পাড়ার পার্কের রেলিংয়ের ওপর। আজও ভেবে উঠতে পারিনি, কী করে একটা হাফ ইঞ্চি রেলিংয়ের ওপর ব্যালেন্স করে বসে রুনুদা আড্ডা মারত। একবার চেষ্টা করেছিলাম। ধপাস করে একতাল গোবরের ওপর পড়ে গিয়ে যথেষ্ট শিক্ষা হয়েছিল। আহা। তখন যদি গুগল প্লাস হ্যাংআউটস্ থাকত!
বিকেলবেলা লেকের ধারে একটু-আধটু ‘আমি-তুমি’ করার কত জ্বালা ছিল! এই বুঝি পুলিশ এল। ফেরিওয়ালা বিরক্ত করল। পাড়ার মাবু মামা বুঝি দেখে ফেলল। উফফফ্। আহা। তখন যদি গুগল প্লাস হ্যাংআউটস্ থাকত!
কী এই গুগল প্লাস হ্যাংআউটস্? জলে, স্থলে, অন্তরীক্ষে... আনন্দে, দুঃখে... হাসিতে, কান্নায়... প্রত্যেকটা মুহূর্ত আপনার আপনজনের সঙ্গে শেয়ার করে নিন। সেজোমাসির কানমলা নেই। বাবুমামার নিন্দে নেই। গোবরে পড়ে যাওয়া নেই। শুধুই আড্ডা। হ্যাঁ, এই আমাদের গুগল প্লাস হ্যাংআউটস.. বা ছোট্ট মিষ্টি করে ডাকলে, ‘হ্যাংআউটস’।
২০১১-র সেপ্টেম্বরে জন্ম নেয় গুগল প্লাস, গুগলের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। দু’বছরে ৫০ কোটি লোক তাতে রেজিস্টার করেছেন। ১৫ মে, ২০১৩ গুগল তার ঝুলি থেকে বের করল হ্যাংআউটস। আপনার পছন্দমতো জায়গায়, পছন্দমতো সময়ে, পছন্দমতো বিষয়ে (যেটা বেশির ভাগ সময়ে পরনিন্দা বা পরচর্চা হয়ে থাকে) আড্ডা মারলে তাকে আজকের যুগে ‘হ্যাঙ্গিং আউট’ বলা হয়। ঠিক এই ব্যাপারটাই আপনি গুগল প্লাস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে করতে পারবেন।
কিন্তু কী ভাবে? আমরা প্রায়ই বলি, বর্তমান প্রযুক্তির যুগে ভূগোল ইতিহাস হয়ে গিয়েছে। আমাদের ‘ফিজিকাল লোকেশন’ এখন আর কিছুতেই বাধা হয়ে দাঁড়ায় না। এখন ‘এনি টাইম, এনি হোয়্যার, এনি ডিভাইস’য়ের যুগ। আপনি যে কোনও জায়গায়, যে কোনও সময়ে, যে কোনও ডিভাইসের সাহায্যে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অবশ্যই ইন্টারনেটের দৌলতে।
এখানেই গুগলের কেরামতি। গুগল সব সময় সহজলভ্য প্রযুক্তিতে বিশ্বাসী। তারা এমন প্রযুক্তি ব্যবহার করে, যা সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। মানে যে কোনও ওয়েব নির্ভর অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারেন ‘হ্যাংআউটস’য়ে। সেটা অ্যানড্রয়েড হোক কী অ্যাপলের আইওএস।
‘হ্যাংআউটস’য়ে কী কী করতে পারেন? অনেক অনেক কিছু। দল বেঁধে ভয়েস চ্যাট করতে পারেন। দশ জন অবধি ভিডিও চ্যাট করতে পারেন। নানা ধরনের ইমোজি (একটা জাপানি শব্দ, যার মানে হল ছবি+চিঠি) শেয়ার করতে পারেন। মানে আপনার খুব হাসি পেলে দাঁত বের করা ছবি পাঠালেন। যাকে পাঠালেন, সেও বুঝল আপনি দাঁত বের করে হাসছেন।
সব চেয়ে মজার ব্যাপার হল, এই পুরো আড্ডাটাই রেকর্ড হয়ে থাকবে। যে কোনও দিন, যে কোনও সময়ে আপনি স্মৃতি হাতড়ে সে দিনের সেই মজার আড্ডা আর একবার উপভোগ করতে পারবেন।
ভাবছেন এর ব্যবহার নিশ্চয়ই খুব খটোমটো? একদম নয়। জি-মেল ব্যবহার করে, বা গুগল প্লাস সাইটে গিয়ে আপনি সহজেই ‘হ্যাংআউটস’ শুরু করতে পারেন। আপনার রেজিস্টার্ড বন্ধুদের ডেকে নিয়ে (ইনভাইট করে) শুরু করে দিতে পারেন হ্যাংআউট। আর এ সবই হতে পারবে আপনার স্মার্টফোন থেকেও। তাই আপনি ‘অন দ্য মুভ’ হলেও ক্ষতি নেই। আড্ডা থামবে না।
শেষ পাতে ‘হ্যাংআউটস’য়ের চমক অন এয়ার। হ্যাঁ, আপনি যে কোনও ইভেন্টকে পাবলিকলি ব্রডকাস্ট করতে পারবেন। বুঝিয়ে বলছি। ধরুন আপনার ধারণা আপনি খুব ভাল গান করেন। কিন্তু শ্রোতা হয় না। কুছ পরোয়া নেই। বন্ধুদের আড্ডা মারতে ডেকে আনুন, আর তার পর চলে যান ‘অন এয়ার’ ইন হ্যাংআউটস। আপনার গুগল প্রোফাইল, আপনার ইউটিউব চ্যানেল, এবং আরও কিছু ওয়েবসাইট সর্বত্র শুরু হয়ে যাবে আপনার গানের প্রোগ্রাম। পালাবার পথ পাবে না আপনার বন্ধুরা। আপনি তখন স্টার। কারণ আপনি ‘অন এয়ার’।
বাঙালির আড্ডার দিন ফিরে এল বলে। আবালবৃদ্ধবনিতা আড্ডা মারবে, হইচই করবে, হাসবে, কাঁদবে, প্রেম করবে হোক না তা ল্যাপটপে বা ফোনে। দুপুরবেলা ভাতঘুম দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি যখন আপনার পড়শির নিন্দে করবেন, আর আপনার বন্ধুরা শুনে সাধু সাধু বলবে আহা তার যে কী আনন্দ! আর এই পুরো পরিষেবাই গুগল আপনাকে দিচ্ছে ফ্রিতে। ভাবা যায়!
তা হলে আর দেরি কেন? শুরু করে ফেলুন আপনার সাইবার রকবাজি। মশা নেই, কানমলা নেই... আহা এখন আছে গুগল প্লাস হ্যাংআউটস!

কী ভাবে
• জি-মেল বা গুগল প্লাস সাইটে যান
• সেখানে আপনার আরও রেজিস্টার্ড বন্ধুদের ডেকে নিন (ইনভাইট করুন)
• দরকার ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট পিসি বা স্মার্টফোন
• যে বন্ধু ইনভাইট করবে, সে-ই ঠিক করবে কোন আড্ডাবাজ প্রধান ফ্রেমে থাকবে



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.