আজকের শিরোনাম
গ্রেফতার বিনয় তামাং, ধরপাকড় অব্যাহত
পাহাড় জুড়ে মোর্চা নেতাদের ধরপাকড় অব্যাহত। গত কাল রাতে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় তামাং-সহ ৪০ জন মোর্চা সমর্থককে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে ২ জন জিটিএ সদস্য। পুলিশ সূত্রে খবর, তাঁদের পুরনো মামলাতেই গ্রেফতার করা হয়েছে। এ প্রসঙ্গে মোর্চার কালিম্পঙের বিধায়ক, হরকাবাহাদুর ছেত্রী জানিয়েছেন, রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবহার করছে। এটা শুধু আইন বা প্রশাসনিক সমস্যা নয়। দীর্ঘ ১০৭ বছর ধরে গোর্খাল্যান্ডের দাবি করা হচ্ছে। গ্রেফতার করে বা ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব পাল্টা মন্তব্য করেছেন, প্রত্যেক রাজ্যই প্রশাসনকে ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখে। এতে নতুন কিছু নেই। দার্জিলিং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ। রাজ্য ভাগ করার চেষ্টা মানা হবে না।
অন্য দিকে, গ্রেফতারের ঘটনার প্রতিবাদে প্রথমে দু’দিনের পাহাড় বনধের ডাক দিলেও পরে তা অনির্দিষ্ট কালের হবে বলে ঘোষণা করল মোর্চা। ফেসবুকে মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ জানিয়েছিলেন, বনধ হবে দু’দিন। পরে তা পাল্টে অনির্দিষ্ট কালের জন্য বনধ ঘোষণা করেন তিনি। সরকারের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, গ্রেফতার হওয়া মোট ৭২১ জন মোর্চা নেতা, কর্মী ও সমর্থককে মুক্তি না দিলে বনধ চলবে। তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন জেলে বন্দি মোর্চার নেতা-কর্মীরা অনশন কর্মসূচিও নিয়েছেন।

সম্পত্তি মামলায় নতুন বিলের ভাবনা রাজ্যের
এ বার থেকে ১ কোটি টাকা পর্যন্ত সম্পত্তি মামলার নিষ্পত্তি নগর দায়রা আদালতেই করা যাবে। সম্পত্তি মামলা নিয়ে একটি নতুন বিলে এমন সিদ্ধান্ত কার্যকর করতে পারে রাজ্য সরকার। স্বভাবতই এই সিদ্ধান্তে খুশি দায়রা আদালতের আইনজীবিরা। দীর্ঘ দিন ধরে টাকার অঙ্ক বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবিদের একাংশ। কারণ আগে ১০ লক্ষ টাকার উপরে যে কোনও সম্পত্তি মামলার নিষ্পত্তি কলকাতা হাইকোর্টে করাই বাধ্যতামূলক ছিল। প্রশাসন সূত্রে খবর, আগামী ২৬ অগস্ট বিধানসভায় এই বিলটি পাশ করানো হতে পারে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ দুপুর ২টো থেকে ২৭ অগস্ট পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন হাইকোর্টের আইনজীবিদের সংগঠন বার লাইব্রেরি ক্লাব। সূত্রের খবর, হাইকোর্টের আইনজীবিদের অন্যতম প্রধান সংগঠন বার অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসবে। সেখানে যদি বিলের বিরোধিতা করা হয়, তবে ২৭ অগস্ট পর্যন্ত হাইকোর্ট অচল থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.