পুরসভা ভোটে মঙ্গলবার কংগ্রেসের ১৩ জন প্রার্থী মনোনয়ন পেশ করেন। শুক্রবার থেকে মনোনয়নপত্র পেশের সময়সীমা শুরু হলেও এ দিন প্রথম মনোনয়ন দেয় কংগ্রেস। বামফ্রন্ট এবং তৃণমূল প্রার্থী তালিকা চূড়ান্ত না করায় তাঁরা মনোনয়ন জমা করেননি। কংগ্রেস একাই করছে জানিয়ে জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “সব ওয়ার্ডে প্রার্থী তালিকা চূড়ান্ত করে মনোনয়ন দাখিল শুরু করা হয়েছে।” আজ, বুধবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করে তাদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র। ২১ সেপ্টেম্বর পুর নির্বাচন। পুর প্রশাসক তথা মহকুমাশাসক সুদীপ মুখোপাধ্যায় বলেন, “২৩ অগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রত্যাহারের শেষ দিন ২৬ অগস্ট।” পুরসভার ২৫ আসনে ভোট হবে। গত পুর বোর্ডের ২৩টি ওয়ার্ডের মধ্যে আরএসপির দখলে ছিল ১৭টি এবং সিপিএমের ৫টি আসন। ১টি আসনে কংগ্রেস থেকে নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দেন। ৪ ও ১৪ নম্বর ওয়ার্ড ভেঙে অতিরিক্ত দু’টি ওয়ার্ড তৈরি হয়েছে।
|
বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, মৃত কর্মীদের পোষ্যের চাকরি সহ ১২ দফা দাবিতে অতিরিক্ত জেলা শাসককে ঘেরাও করে দাবিপত্র দিল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে সংগঠনের শতাধিক সদস্য রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরের সামনে একঘণ্টা বিক্ষোভও দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় জেলাশাসকের দফতরে। সংগঠন সূত্রে জানানো হয়েছে, জেলা সেচ ও জলপথ দফতরের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা, পঞ্চায়েত ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া, জেলার বিভিন্ন সরকারি দফতরের অস্থায়ী ও চুক্তি ভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের দাবিও জানানো হয়েছে। সংগঠনের জেলা সম্পাদক সুযশ মুখোপাধ্যায়ের অভিযোগ, “রাজ্য সরকার উৎসব ও মহাকরণ স্থানান্তকরণের জন্য কোটি টাকা খরচ করছে। রাজ্যে পালাবদলের পর থেকে সরকারি কর্মীরা তাঁদের প্রাপ্য সুবিধা পাচ্ছেন না। আমাদের দাবি না মিটলে আন্দোলন হবে।”
|
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৫ জন জখম হয়েছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙার কুর্শামারি এলাকায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখমদের মাথাভাঙা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের একটি গোষ্ঠীর কর্মী মালেক মিঁয়া-সহ কয়েক জন নির্দল প্রাথীর হয়ে প্রচার করেন। তার জেরেই এদিনের ঘটনা। |