বিডিও অফিস চত্বরে শপথ গ্রহণের জন্য যাওয়া নব নির্বাচিত সিপিএম পঞ্চায়েত সদস্যদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার তুফানগঞ্জ-১ বিডিও অফিস চত্বরে ঘটনাটি ঘটেছে। শেষ পর্যন্ত শপথগ্রহণ না করেই ফিরতে বাধ্য হন সিপিএমের সদস্যরা। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তুফানগঞ্জ ১ বিডিও তাপস সিংহ রায় বলেন, “শপথ নিতে কয়েক জন সদস্য আগাম জানিয়েছিলেন ঠিকই। অফিসের বাইরে গোলমালের জেরে তাঁরা ফিরে যান বলে শুনেছি।”
পুলিশ সূত্রের খবর, দুই দলের সমর্থকদের বচসা থেকে উত্তেজনা ছড়ায়। পরে তাঁরা মারপিটে জড়িয়ে পড়ে তারা। সিপিএমের অভিযোগ, তুফানগঞ্জ-১ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সিপিএমের ৩০ জন সদস্য নির্ধারিত দিনে শপথগ্রহণ করতে পারেনি। এ দিন তাঁরা বিডিও-র সঙ্গে কথা বলে অফিসে শপথ নিতে যান। সেখানেই আচমকা একদল তৃণমূল কর্মী তাঁদের উপর হামলা চালান। পুরুষ সদস্যদের মারধরের পাশাপাশি মহিলাদের হেনস্থা করা হয়। দুই জন জখম সদস্যকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিপিএম জেলা সম্পাদকমন্ডলী সদস্য তমসের আলি বলেন, “পঞ্চায়েতে ঢুকতে তৃণমূলের লোকেরা বাঁধা দেওয়ায় ওই সদস্যরা নির্দিষ্ট দিনে শপথ নিতে পারেননি। এদিন বিডিও অফিসে শপথ নেওয়ার জন্য গেলে সেখানে হামলা করা হয়েছে। পুলিশে জানানো হয়েছে।” তুফানগঞ্জ-১ ব্লক তৃণমূল সভাপতি ফজল করিম মিঁয়া বলেন, “পুরো ভিত্তিহীন অভিযোগ। আমাদের লোকজন কাউকে মারধর করেনি। সিপিএমের সদস্যরা নিজেদের মধ্যে মারপিট করেছেন।” |