|
|
|
|
পরিচালন কমিটি নির্বাচনের তালিকায় পক্ষপাত, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি গার্লস স্কুলের পরিচালন কমিটির নির্বাচনের ভোটার তালিকা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই অভিযোগ তুলে প্রধান শিক্ষিকাকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখে জাতীয়বাদী শিক্ষা ও সংষ্কৃতি মঞ্চের সদস্যরা। তাঁদের দাবি, ভোটার তালিকা প্রকাশ হয়ে গেলেও তার প্রতিলিপি দেওয়া হচ্ছে না। অথচ অন্য রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে তাঁদের প্রতিনিধিদের ভোটার তালিকার প্রতিলিপি দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়ে পরে জেলা স্কুল পরিদর্শকের কাছে একটি অভিযোগও দায়ের করেন তাঁরা।
অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা শেফালি সিংহ। তিনি বলেন, “আমি কাউকেই কোনও তালিকা দিইনি। অভিযোগ মিথ্যে। তালিকাটি বিশাল। তাই স্কুল নোটিশ বোর্ডে তা টাঙানোর অসুবিধা। তাই তালিকা প্রকাশ হওয়ার পর তা আমার টেবিলে রাখা রয়েছে। যে কেউ যে কোনও সময়ে এসে তা দেখতে বা সংশোধনের আর্জি জানাতে পারেন।” সংশোধনের আর্জি জানালে তা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। জেলা স্কুল পরিদর্শক সঞ্জীবকুমার ঘোষ বলেন, “কাউকে প্রকাশিত ভোটার তালিকার খসড়া প্রতিলিপি দিতে প্রধান শিক্ষিকা বাধ্য নন। তবে তাঁকে নোটিশ বোর্ডে প্রকাশিত তালিকা টাঙিয়ে দিতে হবে।” জাতীয়তাবাদী শিক্ষা ও সংষ্কৃতি মঞ্চের পক্ষ থেকে বিকাশ সরকার অভিযোগ করেন, তাঁদের প্রতিনিধিরা ভোটার তালিকার প্রতিলিপি চাইলে তা দেওয়া হয়নি। প্রধান শিক্ষিকা তাদের প্রায় আড়াই হাজার নামের তালিকা খুঁজে নিতে বলেছেন। অথচ উনি বিদায়ী স্কুল সম্পাদক জয়ন্ত করকে তালিকার প্রতিলিপি দিয়েছেন।
বিকাশবাবুর অভিযোগ, “উনি যদি প্রতিলিপি না দেন তাহলে কাউকই দেবেন না। পক্ষপাতিত্ব করবেন কেন?” তাঁকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জয়ন্তবাবুও। তিনি বলেন, “আমাকে তালিকা দেওয়া হয়েছে কি না প্রধান শিক্ষিকাই বলতে পারবে। তবে আমি কোনও তালিকা পাইনি।” |
|
|
|
|
|