|
|
|
|
আলিপুরদুয়ার পুরভোটের প্রার্থী ঘোষণা করল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পৃথক আলিপুরদুয়ার জেলা গঠনের জন্য দলকে ভোট দেওয়ার কথা বলে পুরভোটের প্রচারে নামতে চলছে তৃণমূল। ২১ সেপ্টেম্বর আলিপুরদুয়ার পুরভোট। মঙ্গলবার তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এদিন বামফ্রন্টও পুরসভার ২০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এ দিন দুপুরে তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার পুরভোটের কোর কমিটির চেয়ারম্যান জহর মজুমদার দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী-সহ অন্য নেতারা।
২০টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডে মহিলা প্রার্থী রয়েছে তৃণমূলের। সদ্য কংগ্রেস থেকে আসা কনজবল্লভ গোস্বামী, মৌসুমী ঘোষ, স্বপন গোপাল চট্টোপাধ্যায় ও বিদায়ী নির্দল কাউন্সিলর মায়া মজুমদারকে তৃণমূল প্রার্থী করেছে। দলের তরফে এদিন ৫, ৯, ১৫ ও ২০ ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা মনোনয়ন পেশ করেন। জহরবাবু বলেন, “পুরভোটে এবার আমাদের স্লোগান হল ‘আলিপুরদুয়ারকে জেলা চাই, তৃণমূলকে ভোট দাও’। আমরা এককভাবে বোর্ড গঠন করব।”
যদিও বামফ্রন্ট এবং কংগ্রেসের তরফে ওই প্রচারকে কটাক্ষ করা হয়েছে। আলিপুরদুয়ার টাউন ব্লক কংগ্রেসের সভাপতি তথা বিদায়ী পুর চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “বিধানসভা, পঞ্চায়েত ভোটেও তৃণমূলের এই স্লোগান ছিল। এখনও কিছুই হয়নি। এটা পুরোপুরি ভাঁওতাবাজি। তৃণমূল মানুষকে ফের প্রলোভন দেখানোর চেষ্টা করছে।” প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার জানান, খুব দ্রুত কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হবে। গত বারের চেয়েও বেশি আসনে জিতে এককভাবে কংগ্রেস পুরবোর্ড দখল করবে।
বিকালে আলিপুরদুয়ার পুরসভা হলে বামফ্রন্ট তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সিপিএমের জেলা সম্পাদক কৃষ্ণ বন্দোপাধ্যায় বলেন, “২০টি ওয়ার্ডের মধ্যে ১০টি সিপিএম, ৮টি আরএসপি ও সিপিআই ও ফব ১টি করে আসনে প্রার্থী দেবে।” আর তৃণমূলের প্রচার নিয়ে কৃষ্ণবাবুর বক্তব্য, “আদের দুটি নির্বাচনে আমরা একই জিনিস শুনেছি। স্থানীয় একটি পুরভোটের সঙ্গে জেলার কী সম্পর্ক তা বোঝা যাচ্ছে না। মানুষের কাছে তাই এর গ্রহণ যোগ্যতা কতটা হবে তা নিয়ে সংশয় রয়েছে।” |
|
|
|
|
|