স্বামী বিবেকানন্দের আবির্ভাবের সার্ধশতবর্ষ উপলক্ষে তাঁর আদর্শ ও চিন্তা যুব-সমাজ এবং সমাজের সবর্স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মঙ্গলবার থেকে পুরুলিয়া পরিক্রমা শুরু করল ‘শাশ্বত ভারত’ নামাঙ্কিত রথ। উদ্যোক্তা রামকৃষ্ণ মঠ ও মিশন এবং বেলুড় মঠের শাখাকেন্দ্র রামকৃষ্ণ মঠ (যোগদ্যান)। স্বামী বিবেকানন্দের মূর্তি অধিষ্ঠিত রয়েছে এই সুদৃশ রথের উপরে। রথটি চলতি বছর জানুয়ারি মাসে বেলুড় থেকে রাজ্য পরিক্রমা শুরু করেছে। |
আসছে রথ। কাশীপুরে প্রদীপ মাহাতোর তোলা ছবি। |
মঙ্গলবার সকালে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে এই রথ জেলা পরিক্রমা শুরু করেছে। এ দিন সকালে পুরুলিয়া থেকে বেরিয়ে কাশীপুর পঞ্চকোটরাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠ, আদ্রা রামকৃষ্ণ-বিবেকানন্দ পাঠচক্র, রঘুনাথপুর, সাঁওতালডিহি হয়ে রথটি পাড়া নানৃতমে রাত্রিবাস করছে। আজ, বুধবার রথটি পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজ, জগন্নাথ কিশোর কলেজ-সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছবে। এ দিন সকাল থেকেই অঝোর বৃষ্টির মধ্যে নানা জায়গায় পদযাত্রায় সামিল হন বিভিন্ন বিদ্যাপীঠের পড়ুয়ারা। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ জানিয়েছেন, চার দিন স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত এই রথটি জেলার বিভিন্ন প্রান্ত পরিক্রমা করবে। প্রত্যন্ত অঞ্চলে স্বামীজির ভাবধারা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
|
চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি বাস উল্টে পড়ল রাস্তার পাশে ধান খেতে। আহত হলেন চালক-সহ নয় যাত্রী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার তাঁতিপুকুর গ্রামের কাছে। আহতদের বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত চালক ও এক যাত্রীকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এ দিন সকালে ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল দুই মোটরবাইকের সওয়ারির। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের সতীঘাট সংলগ্ন মিথিলা এলাকায়, গঙ্গাজলঘাটি-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন মলয় মুদি (৪২) ও কৌশলেন্দ্র কুমার (২৮)। তাঁদের ঠিকানা জানা যায়নি। এ দিন দুপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। রঘুনাথপুর শহরে সিআই অফিসের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত মোহন চট্টোপাধ্যায়ের (৩০) বাড়ি রঘুনাথপুর থানার শাঁকড়া গ্রামে।
|
রূপসী বাংলা এক্সপ্রেসকে হাওড়া পর্যন্ত চালানোর দাবিতে আন্দোলনে নামল বিজেপি। সম্প্রতি হাওড়া- পুরুলিয়া এই ট্রেনটিকে হাওড়ার বদলে সাঁতরাগাছি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে ছাতনা স্টেশন এলাকায় রেল অবরোধ করতে যান বিজেপি-র বাঁকুড়া জেলা সহ-সভাপতি জীবন চক্রবর্তী এবং কিছু দলীয় কর্মী। খবর পেয়ে আরপিএফ আটক করে তাঁদের। পরে ছেড়েও দেওয়া হয়। জীবনবাবু বলেন, “রূপসী বাংলা হাওড়া পর্যন্ত না যাওয়ায় সমস্যায় পড়ছেন জঙ্গলমহলের তিন জেলার বহু মানুষ।” বাঁকুড়ার আরপিএফ ওসি অমূল্যকুমার বিসওয়াল জানান, আইন ভেঙে রেললাইনে অবস্থান করায় জীবনবাবুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। |