কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বিস্তীর্ণ এলাকা। মহকুমার প্রায় ২ হাজার মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার প্রায় ৬৮ হেক্টর ধানজমি জলের তলায় ডুবে আছে বলে জানিয়েছেন ডেপুটি ডাইরেক্টর (এগ্রিকালচার) আশিষ লাহিড়ী। গোসাবা ব্লকের বিপ্রদাসপুর, কুমিরমারি, পাঠানখালি, শম্ভুনগর, বাসন্তীর মসজিদবাটি, ৭ নম্বর গোসাখালি, ক্যানিংয়ের দক্ষিণ বেদোখালি এলাকায় নদীবাঁধ দুর্বল হয়ে পড়েছে। |
জলমগ্ন ক্যানিং-বারুইপুর রোড। ছবি: সামসুল হুদা। |
সেচ দফতরের এসডিও সৌমিত্র দলপতি বলেন, “কিছু জায়গায় নদীবাঁধ দুর্বল থাকলেও আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।” টানাক্যানিংয়ের রাজারলাট পাড়ার স্থানীয় মিতালি সঙ্ঘের সদস্য মানস চক্রবর্তী স্বপন দেবনাথরা বলেন, ‘‘বাড়িতে জল ঢুকে পড়ায় প্রচুর মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। আমরা চাঁদা তুলে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।” প্রশাসনের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মত্সজীবীদের বলা হয়েছে তাঁরা যেন মাছ ধরতে বাইরে না যান। মহকুমাশাসক শেখর সেন বলেন, “বৃষ্টিতে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাড়িগুলিতে ত্রিপল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।”
|
এক যুবককে গুলি করে খুনের চেষ্টার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার দেবীনগরে। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই ঘটনায় আক্রান্ত ওই যুবকের নাম শুভ সরকার। তাঁর বুকে গুলি লেগেছে। তিনি ওই এলাকারই বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।” পুলিশের বক্তব্য, সোমবার সন্ধ্যায় কয়েকজন যুবকের সঙ্গে শুভবাবুর বচসা বাধে। সেই সময়েই হঠাত্ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকটি ছেলে অশ্লীল কথা বলায় শুভ তার প্রতিবাদ করে। তার জেরেই তাকে গুলি করা হয়।
|
ডাকাতি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল সাত দুষ্কৃতী। সোমবার রাতে বনগাঁ থানার পুলিশ জয়পুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি বন্দুক এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা স্বীকার করেছে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা ওই এলাকায় জড়ো হয়েছিল বলে জানিয়েছে।
|
সোমবার রাতে বনগাঁর খলিতপুর এলাকা থেকে কাফসিরাপ-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। |